আমাদের কথা খুঁজে নিন

   

একজন মেসি ভক্তকে যা বলেছি, দেখুন তো কতজন এই ধারণা পোষণ করেন কিংবা করেন না?

এ ভুল দেখছি না তো । একবারে লগিন হলাম ! একটা মাইক্রোবাসে করে অফিস থেকে বাসায় ফিরি আমরা কজন । একথা সেকথা থেকে কথা গড়ালো ফুটবলে । আমি বল্লাম যে এইবার কনফেড কাপের ফাইনালে স্পেন যে এইভাবে ব্রাজিলের কাছে নাস্তানাবুদ হবে ভাবা যায় নাই । তখন আরেকজন বল্লেন যে আরে স্পেনের খেলোয়াড়্গুলোর তো ফর্ম ছিল না ।

দেখেন না স্পেনের জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় তো বার্সায় খেলে । এইবার বার্সাতে তাদের ফর্ম নাই বলতে গেলে । তিনি আরো বল্লেন যে এই ফর্মহীন খেলোয়াড়দের নিয়েই মেসি একা বার্সারে এইবার শিরোপা এনে দিয়েছেন। আমি তখন উনাকে বল্লাম , আচ্ছা ভাই এইটা তো মানেন যে ক্লাব বার্সার দশজন খেলোয়াড়ের চেয়ে দেশ আর্জেন্টিনার দশ জন জাতীয় ফুটবল প্লেয়ার সমস্টিগতভাবে বেশি ভাল ফুটবল খেলবেন ? উনি ঃ তা ঠিকাছে । আমি ঃ আচ্ছা তা যখন ঠিকাছে আর আর্জেন্টিনা যখন এই মুহূর্তে র্যাাঙ্কিং এ চার নম্বর, তাইলে মেসি একাই তাইলে আর্জেন্টিনারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাইতে পারবেন এইটা কতটুকু জোরগলায় বিশ্বাস করেন ? উনি ঃ না, মানে বিশ্বকাপ তো দেরি আছে ।

এখনই সব কিছু বলা সম্ভব নাকি ? আমি তখন বল্লাম যে , ভাই আমার প্রেডিকশন হইল যে মেসির আর্জেন্টিনা এইবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হইতে পারবে না । আবেগ সরিয়ে রেখে ব্লগার ভাইরা কে কতটুকু শক্তভাবে বিশ্বাস করেন এইবারের মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.