আমার অনুভব লেখনীতে নয়, রঙ এর ক্যানভাস এ আঁকা তারপর ও লিখতে চাই প্রকৃতির খুব ছোট্ট পরিসরে একজন মানুষ........কিন্তু মনের পরিসরে মানুষের বিশালতা অসীম.........সেখানে পৃথিবী এত ছোট এত ক্ষুদ্র............ধারণক্ষমতা বিহীন। আমার রংহীন নিরস জগত কিন্তু সেখানে একমাত্র রানী আমি......নিজের মতো দেয়ালের পর দেয়ালের পরত.....মনের সাথে মিলত না বলেই আমার খুব বন্ধুত্ব ও বিশেষ নেই আমার মতো আমার পৃথিবী........নীরব...মনের দেয়াল ধরে তবুও শেওলা নয় আমার মতো জগত তৈরী হয়েছে......মনের সব রং রাঙিয়ে আমি একের পর এক ছবি এঁকে চলেছি....লিখেছি। আমার বন্ধুর মতো আমার ভালো লাগা আমাকে সঙ্গ দিয়েছে....দিগন্তের সবুজ আমাকে দিয়েছে আবেগ....ফুলেল সুবাসে আমি ভালোবেসেছি....রাত্রির আঁধার আমাকে দিয়েছে অবারিত নিস্তব্দতা.........জোৎস্নার সাদা আলোয় আমি সব রং দেখতে পেয়েছি....সম্প্রতি আমার এ জগতটায় অন্যরকম পরিবর্তন যোগ হচ্ছে কর্মসূত্রে আমি এখন ব্যাংক এ চাকরী করি.....প্রতিদিন কত কত মানুষের সাথে দেখা সবাই অচেনা সবারই আমার মতো একটা পৃথিবী আছে ভাবলেই অবাক হই........কি অদ্ভুত আমার মতোই তাদের নিজের ভাবনার জগত আছে,জীবন আছে। কত মানুষের সাথে এখন আমি থাকি আমার একার জগত আর এখন নেই। ঘরের একটি রুমে আবদ্ব আমি এখন মানুষের ভুবনে .......আমাদের একজন ক্যাজুয়াল আছে সে খুব অদ্ভুত.....প্রতিদিন সে খুব অদ্ভুত কান্ড করে....সে আমাদের কম্পিউটার মুছে পানি দিয়ে!! সেলাই সুতো নিয়ে আসে! ছেঁড়া জুতো কাপড় সব সে এত আগ্রহ করে সেলাই করে খুব অবাক হই...বাথরুমে যেতে যে করিডর আছে মাঝে মাঝে তাকে দেখলেই ভয় পাই সে সাবান মেখে প্রায়ই পুরোই সাদা ভুত হয়ে থাকে!!একদিন দেখি মাথা ফাটিয়ে সে পুরো চুলই কেটে ন্যাড়া হয়ে এসেছে...!আমাদের রশিদ আংকেল হলো সাপোর্ট স্টাফ।
ওনি সব সময় মুডে থাকেন। কিন্তও আমাদের সব সমস্যার সমাধান ওনি। আর আছে কিছু প্রচন্ড ডিসর্টাব মানুষ। যাদের কাজ হলো শুধু মানুষকে যন্ত্রণা দেয়া....কিন্তু আমাদের ম্যানেজার খুব ভাল। আমাদের ব্রাঞ্চে দুটো অংশ প্রথম অংশে আমরা বসি যেখানে একটু একটু প্রাইভেট ব্যাংক ভাব আছে আর দ্বিতীয় অংশে ঢুকলে মনে হবে গ্রামের বাড়িতে এসে পড়েছি।
ওখানে আছে টিনের চালা খুব বৃষ্টির দিনে আমরা ওখানে বৃষ্টির রিনিঝিনি অথবা ঝনঝন নৃত্যের গভীর শব্দ শুনি। সম্প্রতি আমরা কর্পোরেট হয়েছি চেষ্টা করছি মনে প্রানে কর্পোরেট হতে!সরকারী চাকরির গল্প শুনতাম আম্মুর মুখে এখন নিজেই পুরোপুরি সরকারী.... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।