আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর

http://www.facebook.com/reyad.parvez.3 হলুদ চাঁদ উঠলেই মন ভালো হয়ে যায়- মনে হয় দয়তভস্কির রাত. একটু পরেই আধো আবছা রাস্তাগুলোর, ল্যাম্পপোষ্টগুলো টিম টিম করে জ্বলে উঠবে- নব্য কবিরা মদ খেয়ে মাতাল হয়ে যাবে. মনে হয় এই বুঝি রাস্তার মোড়ে, বনলতা আঁধারে, দাড়িয়ে বলবে. এতদিন কোথায় ছিলে? রোডঘাট,ফাঁকা করিডোর,চাঁদ- ভেজা রাস্তায় মেশা সস্তা সেন্টের সুবাস, নীল নীল রাত প্রতিদিন- চাঁদ উঠে জীবন ঝিমানো রঙ্গিন, ভদ্র হয়ে গেছি- মাতাল হয়ে হাঁটিনা বহুদিন ওপাশে কে যেন ছবি আঁকছ . অভুক্ত ছেলেটা মডেল ছিলো- বল্লাম,ছেলেটাকে খেতে দাও. আর্টিস্টের চোখে বিরক্তি- বলল,ছবি ভালো হবে না. গাঁজাতে টান দিয়ে আমায় বলল, তুমি কে হে,কোন লাটের ব্যাটা বল্লাম,শালা আমায় চেনোনি,শিল্প করো- আমি শিল্পের আত্মা. চেঁচিয়ে কষে ক্যানভাসে লাথি মেরে- ভদ্রতার দামী শিল্প সাহিত্যের নিকুচি করে- চাঁদে ভেজা রাস্তায় পালিয়ে গেলাম. ধুসর ১১.০৫.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।