আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর পৃথিবী



আমি কখনো এমন ছিলাম না। সবসময় চোখে রঙিন স্বপ্নের জাল বুনতাম,স্বপ্নগুলোকে সত্যি করার জন্য থাকতো আপ্রাণ চেষ্টা। আর এখন, মনে হয় যেন, সেই আমি কোথাও নেই। মনে হয় অন্য কারো জীবনটা ধার করে আমি চলছি। কোথায় যেন হারিয়ে গেছে আমার আমি।

সম্পূর্ণ এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু। কিছুতেই কোন কিছু নিজের আয়ত্তে আনতে পারছিনা। দিন দিন ভীষণ একা হয়ে যাচ্ছি। পৃথিবীটা ভালোবাসাহীন হয়ে যাচ্ছে,না আমিই স্বার্থপর হয়ে যাচ্ছি,কে জানে?? স্কুল-কলেজ জীবনে বেশ ভালো ছাত্রী ছিলাম। অনেক আশা নিয়ে ভর্তি হই বাংলাদেশের সর্ব্বোচ্চ বিদ্যাপীঠে।

তারপর থেকেই বদলে গেল সবকিছু। না, কারো কোন দোষ নেই। আমার ভুল সিদ্ধান্ত গুলোই বদলে দিল আমার জীবনটা। একের পর এক ভুল। আর কিছুতেই কিছু ঠিক করতে পারলামনা,পারছিনা।

জানিনা আর কখনো আবার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবো কিনা। যাই ঘটুক,অতীতে আর ফিরে যেতে চাইনা,ভবিষ্যত নিয়েও আর ভাবতে চাইনা। চলুক না যেভাবে চলছে,যতদিন চলে। নিজের কাছে,জীবনের কাছে,অন্য কারো কাছে,কাছের মানুষগুলোর কাছে আর কোন আশা করতে চাইনা। তবুও আশা করে ফেলি.....এজন্যই হয়তো কষ্ট পাই।

ভালো লাগেনা কিছুই। রঙিন পৃথিবীটা ধূসর হয়ে যাচ্ছে...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।