অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা... সামহোয়ার ইন ব্লগের ইমোগুলো বেশ সুদর্শন ও মজার। হাসতে হাসতে গড়িয়ে পরার ইমো একটা ব্লগে থাকলেও হাসতে হাসতে লুঙি খুলে যাওয়া বা লুঙি হারিয়ে ফেলার ইমো কতৃপক্ষ এখনো আমাদের দেয়নি এমতাবস্থায় ব্লগে লাজ শরমের মাথা খেয়ে তীব্র হাসির পোস্টে আমাদের লিখতে হচ্ছে "হাসতে হাসতে লুঙি হারায়ে ফেলছি"! চাইলেই আমরা মুখে না বলে একটা ছবি দিয়ে ঘটনাটা প্রকাশ করতে পারি ছবিটি একেঁছেন আমার ছোটভাই, বন্ধু, কলীগ কুমার বিশ্বজিৎ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।