আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব কাঁদলে বাংলাদেশ কাঁদে

পঙ্খিরাজে চাদেঁর দেশে ছোটবেলা মনকে শান্তনা দিতাম আবিদা সুলতানার গান হার-জিৎ চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে বাঁধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে? আজও আমি সাকিব-মুসফিক বাহিনীকে সেই গানের কথা বলব। কিন্তু তোমরা বন্ধু হেরেও বাংলাদেশ কে দিয়েছো বিজয়ের স্বাদ। ২রানে হারাতো পরাজয় নয়। বিজয়ের চূড়ায় সিংহের মত গর্জন। তোমরা বাংলাদেশকে যা দিয়েছো বাংলাদেশ ধন্য হয়েছে।

এশিয়া কাপের ফাইনালকে ঘিরে পুরো বাংলাদেশ ছিল একই সুতোয় বাধা। বাংলাদেশের এশিয়া জয় দেখতে প্রেসিডেন্ট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদসহ শীর্ষ পর্যায়ের নেতারা মাঠে উপস্থিত ছিলেন। টাইগারদের বিজয় দেখতে সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট ভক্তরা ভিড় জমাতে থাকে। পুরো স্টেডিয়াম পূর্ণ হয় যায় কানায় কানায়। যারা মাঠে আসতে পারেনি তারা টিভির পর্দা থেকে চোখ সরায়নি।

এশিয়া কাপকে ঘিরে পুরো বাংলাদেশ যেন এক হয়ে যায়। ভারত আর শ্রীলংকার মতো বিশ্বসেরাদের হারানো টাইগাররা আরেক বিশ্বসেরা পাকিস্তানকে হারিয়ে এশিয়ার সেরা হবে এটা সবার বিশ্বাস ছিল। উৎসবের আয়োজন করেছিল ক্রিকেট ভক্তরা। কিন্তু জয়ের আনন্দ আর করা হয়নি। খেলায় তোমাদের কন্পিডেন্স এসেছে এটাই আমাদের বিজয়ের আনন্দ।

তবে অতিউৎসাহিদের মত বিজয়ে মাসে পাকিস্থানকে হারানো তে আলাদা কোন আনন্দ নয়। খেলা আর রাজনীতি এক করা আমাদের মজ্জাগত স্বভাব। খেলায় আমরা তাদের কাছে শতবারও হারলে ৭১ সাথে তুলনা করা বোকামি। ৭১ বিজয় আর খেলার বিজয় আলাদা। তাই যারা বলছিল বিজয়ের মাসে পাকিস্থানিদের আবার হারাব তাদের মুখে চুনকালি লেগেছে।

ভবিষ্যতে এমন বাজে মন্তব্য করা থেকে তারা যেন বিরত থাকে। না হলে প্রশ্ন এসে যায় আমরা কি তাদের কাছে আবার পরাজিত হয়ে গেলাম? হুমায়ূন আহমেদের রচিত আব্দুল কুদ্দুস বয়াতির গান দিয়ে শেষ করছি এই দিন দিন নয় আরো দিন আছে (২) এই দিনেরে নিতে হবে সেই দিনেরই কাছে.....  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.