কত কিছুই তো লিখলাম !! বলদটার বোলিং দেখে আজীব এই ইন্টারভিউর কোথা মনে পড়ে গেল -----
কোনো পরিচালকের সঙ্গে যোগাযোগ হয়েছে?
- দু-একজনকে চিনি। টুকটাক এফডিসিতে যাই। অনেকে বলেছেন, সিনেমা করলে যোগাযোগ করতে।
সিনেমা হিট হলে খেলা কি ছেড়ে দেবেন?
- না না না। এটা ভুল কথা।
তিন-চার মাস যখন ফ্রি থাকব তখন একটা মুভি করব। তবে ক্রিকেট ছাড়ব না
[ তুই না ছাড়লে তোরেই ছাড়ায় নিমু]
প্রথম সিনেমায় নায়িকা হিসেবে কাকে চাইবেন?
- হা হা হা। বাংলাদেশি নায়িকাদের আমার পছন্দ না। সিরিয়াসলি। যেগুলো আছে সব মোটা মোটা।
এগুলার একটাকেও আমার ভালো লাগে না। আমি মডেলদের মধ্যে থেকে নায়িকা বেছে নেব। মডেলদের মধ্যে সুন্দর সুন্দর লম্বা মেয়ে আছে।
[ কত বড় গবেট !!]
সিনেমার লাইনে তো অনেক সময় স্ক্যান্ডাল ছড়ায়...
- না, ওগুলো হবে না। সিনেমা তো আমার পেশা না।
হয়তো বা শখে দু-একটা করলাম। মুভি করলেও আমি রেগুলার করব না। হঠাৎ হঠাৎ করব। ওটাই ভালো।
মৌলিক একটা পার্থক্য তো আমরাও দেখি, তারা মেকআপ নিয়ে তারকা।
আপনারা মেকআপ ছাড়া তারকা...
- এটাই হলো কথা। এটাই মানুষ দেখতে চায় বেশি করে। আফ্রিদিকে সবাই পছন্দ করে কেন? কারণ ও মেকআপ করে না। যেটা তার ভালো লাগে ওটাই। ফিল্মে অনেক সময় পাউডার-পুওডার দিয়ে কালো লোককে ফরসা করে ফেলে।
আমাদের মধ্যে ওসব কিছু নেই। মাশরাফি ভাই, আমি—আমাদের আল্লাহর রহমতে ওরকম কিছু লাগাতে হয় না !!!
প্রায়ই দেখি শেভ না করে অনেক দিন থাকেন। মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে ঘোরেন। রহস্য কী?
- রহস্য কিছুই না। দাড়ির ব্যাপারে আসলে আমার শহীদ আফ্রিদিকে বেশি ভালো লাগে।
আমার দাড়িও ওরকমই। প্লেয়াররা সবাই বলে দাড়ি থাকলে আমাকে আফ্রিদি আফ্রিদি লাগে। বিদেশে গেলেও দাড়ি থাকলে কেউ বলে না যে আমি বাংলাদেশি। বলে পাকিস্তানি। তো আমার দাড়ি সুন্দর দেখে আমি দাড়িটা রাখি।
এ ছাড়া আর কোনো ইয়ে নেই।
[ ইয়েটা কি ?]
কোনো মেয়ে কি কখনো বলেছে আপনাকে দাড়ি রাখলে সুন্দর লাগে?
- অনেকে অনেক কিছু বলেছে। দাড়িতে অনেক ভালো লাগে। ওরা বলে, তুমি যা করো সেটাই ভালো লাগে। শেভ করলে ভালো লাগে, দাড়ি রাখলেও ভালো লাগে।
তবে সমস্যা হলো যেদিন শেভ করি, সে দিন আমাকে মুরগি মুরগি লাগে
[ নিজেরে চিনছ এতক্ষণে !!]
তবে যাই হোক, ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।