আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার গবেট বালক আপনি একটু লক্ষ্য করুন / নতুন ব্লগার যারা তারাও ...... মডারেটর আপনার সাথে রসিকতা করেন নি ..

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ...... নতুন ব্লগারদের জন্য একটা উপকারি পোস্ট দিয়ে শুরু করলাম এই বছরের ব্লগিং .... সামুতে আমাদের নতুন এক সদস্য বা ব্লগার গবেট বালক আজ একটি পোস্ট দিয়েছিলেন ৩:৩৩ মিনিটে । তার দাবী ..তিনি বর্তমানে একজন সাধারণ ব্লগার বা জেনারেল হওয়া স্বত্বেও তার লেখা ক্রমানুসারে প্রকাশিত হয়নি ....। তাই তিনি খুব দুঃখ প্রকাশ করেন । অথচ আমি নিজে তার পোস্ট ক্রমানুসারে অংশে দেখেছি ... আপনারাও দেখুন ..... । এর আগে তিনি গত ১২ তারিখেও এই একই ধরনের ভুল করেন ,,,,, মডারেটর এর ইমেল এবং উনার ব্লগের নোটিশ বোর্ডে তিনি যে নোটিশ পান তার ভাষ্য ছিলো এমন ...... " আপনি একজন সাধারন ব্লগার আপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে।

আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে। " কিন্তু উনি যে বিষয়টা বুঝতে ভুল করেছেন টা হলো ,,,,,,,, "ক্রমানুসারে" আর "সংকলিত" এই দুটি অপশন । আপনি এবং যারা নতুন তারা এই ছবিটা দেখুন ..... এখানে যে ১ নং সংকেত দেয়া = সংকলিত পোস্ট অংশ দেখছেন সেটা আপনি সামু.নেট এ ঢুকলেই দেখতে পান ..। এবং এই পেজে লেখা শুধু মাত্র সেফ ব্লগারদের পোস্ট এবং বিশেষ কোন পোস্ট মডারেটর কর্তৃক বিশেষ বিবেচনায় প্রকাশিত হয় । ২ নং সংকেত দেয়া = ক্রমানুসারে পোস্ট লেখা অংশে যারা সাধারন ব্লগার তারা এবং সেফ ব্লগারদের লেখাও সব ক্রমানুসারে টাইম অনুযায়ী প্রকাশিত হতে থাকে ।

৩য় সংকেত দেয়া অংশ হলো ... = অনুসারিত ব্লগ ,, এটার মানে হলো আপনি যে সকল ব্লগারের ব্লগ ভাল লাগে বলে তাদের প্রোফাইল পিক্চারের নিচে "*অনুসারিত নয়= অনুসরন করুন "* লেখা থাকে, সেই অংশে ক্লিক করে অনুসরন করতে পারেন । এতে ঐসকল ব্লগার এর ব্লগ খুজে পেতে আপনাকে শুধু মাত্র ঐ ৩নং সংকেত দেওয়া অংশে ক্লিক করলেই সবাইকে মানে যাকে যাকে অনুসরন করেছেন তাদের পেয়ে যাবেন । আশা করি বুঝতে পেরেছেন .....। ধন্যবাদ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.