জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** ক্লাস সিক্স কিংবা সেভেন এর পিচ্চিদের প্রথম প্রেমের মিষ্টি চিঠি।
আশা করি আপনারা মজা পাবেন। আমিও পড়ে অনেক মজা পেয়েছি।
প্রিয়,
দুষ্টূ তারা,
পুটুসটু
ঘুটুসটু
থুসটুথুসটু
কেমন আছো?জানো আমি ছোট্টবেলা থেকে সিন্ডেরেলাকাকে খুব পছন্দ করি।
সিন্ডেরেলার সৎ মা যেমন তাকে খালি খালি কষ্ট দিত।
আমার আপন মাও সেরকম আমাকে খালি খালি কষ্ট দেয়। কত মায়াবী আর মিষ্টি হয়ে থাকার পরও তার উপর যা খশি তাই করে।
ওর মত এমন মেয়েকে কেন যে ওরা খালি খালি কষ্ট দেয়।
জানো আমার সাথেও এমন হয়।
শুধু সিন্ডেরেলার জন্য নয়।
ওর রাজপুত্রের জন্যও আমার এই কার্টুনটি ফেবারেট ছিল। সিন্ডেরেলাকে সত্যিকারের ভালবাসে।
ও যে একটা কত্ত বড় রাজপুত্র তার কোন গর্বও নেই ওর মধ্যে। রাজপুত্রের অহমিকা ভুলে ওকেই খুঁজে ফিরে আর অন্তর থেকে ভালবাসে।
ওকে নিজের …. Life partner… বানিয়ে নেয়।
শেষটা এত্ত ভাল লাগে।
তুমি যখন আমার পিছন পিছন এভাবেই ঘুরতে তখন আমার যে কি ভাল লাগত। মনে হত তুমিই আমার সেই রাজপুত্র।
তুমি ঠিক এভাবেই মা, আশপাশের পাজী লোকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে আমাকে নিয়ে যাবে তোমার কাছে আর আমি তোমার মিষ্টি অন্তরে মুখ লুকাবো।
ওমা আমি তোমার সাথে মিশে আবিস্কার করলাম তুমি সে রাজপুত্র নও।
তুমি দেখি বিউটি এন্ড বিষ্ট এর রাজপুত্রের মত। শুধু নিজেরটাই বুঝ। আর কোন অসুবিধা হলে মানুষকে ইচ্ছেমত কষ্ট দাও।
আমি তোমাকে গান শুনালাম
,মিষ্টি গল্পের বই পড়ালাম।
পাখির মিষ্টি ডাক শুনালাম।
তুমি তো কত ভাল হলে...
আমি জানি তুমি ঠিক এমন করেই একদিন সত্যিকারের রাজপুত্র হবে।
আর আমাকে অনেক অনেক ভালবাসবে।
ইতি
তোমার
ভুটুসটু
টুসটুসু
রসগোল্লা
ম্যাও ম্যাও
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।