আমাদের কথা খুঁজে নিন

   

মাঠের খেলায় বাঘের বাচ্চারা জিতছে, মাঠের বাইরের খেলা আমাদেরকেই জিততে হবে!!!

মোস্তফা কামাল সাহেব, মুচলেকা দিয়ে তারপর বিসিবি অফিসে আসবেন, জানতে চান কেন??? ৪টি ঘটনাঃ ১। মোস্তফা কামাল ক্রিকেটারদের ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলায় সাকিবের প্রতিবাদ এবং অতঃপর মিডিয়ার সামনে সাকিবকে ক্ষমা চাইতে বাধ্য করলেন বোর্ড সভাপতি ২। জিম্বাবুয়ে সফরে পরাজিত ক্রিকেটারদের বিমানবন্দরে জুতার মালা দিয়ে অভ্যর্থনা জানাল কিছু তথাকথিত 'সমর্থক' (!?!), অনেকের মতে তা ছিল বোর্ড সভাপতির একটি চাল সাকিবকে অধিনায়কত্ব থেকে নামানোর ৩। সফরের মাঝখানেই তামিমকে হোটেল থেকে বের করে দেওয়ার নির্দেশ, পাত্র আবারও সেই মোস্তফা কামাল ৪। নির্বাচকদের নির্বাচিত দল থেকে তামিমকে মোস্তফা কামালের একক সিদ্ধান্তে বহিষ্কার, পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম দলে ঢুকলেও তাকে মুচলেকা দেওয়ার নজিরবিহীন আদেশ!!! বাংলাদেশ ক্রিকেট দলের এতবড় ৪টি ঘটনার পরও এসব নিয়ে এতদিন লিখিনাই একটি কারনেই।

মনের মধ্যে একটা জেদ কাজ করছিল যে উপযুক্ত সময়েই জবাব দেওয়া হবে। আজ মনে হচ্ছে এই মুহূর্তটার চেয়ে উপযুক্ত সময় আর হওয়া সম্ভব না। তামিম ভাই তার জবাব ব্যাটেই দিয়ে দিয়েছেন টানা ৩ম্যাচে ফিফটীসহ সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে। আর পাগলা ক্রিকেট-ফ্যান হিসেবে আমাদের এখন একটাই দায়িত্ব হওয়া উচিৎ। সমর্থক হিসেবে মাঠ ও মাঠের বাইরে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা।

এ পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত মোস্তফা কামাল নিয়েছেন, তার সবগুলোই মারাত্মক ভুল হিসাবে ধরা দিয়েছে। যার ধারাবাহিকতায় আরেকটা ভুল হতে আর বেশি বাকি নাই- সামনের পাকিস্তান সফর। যে সফরের নিরাপত্তা নিয়ে বেশি কিছু বলার নাই, সবাইই জানি আমরা। আর যারা এখনও ঘটনার ভয়াবহতা বুঝে উঠতে পারিনাই, তারা নিচের লিঙ্কে একটু ঘুরে আসেন, তাইলেই বুঝবেন। ক্রিকেটাররা কোড অব কন্ডাক্টের কড়াকড়ির কারনে এ ব্যাপারে আপত্তি জানাতে পারবেন না, কিন্তু তাই বলে আমাদের তো এরকম কোন বাধ্য-বাধকতা নাই।

যারা আজ এশিয়া কাপের ফাইনালে উঠে আমাদের জন্য এত বড় আনন্দ বয়ে এনেছে তাদের জন্য কি আমরা এতটুকু করতে পারিনা?!?! মোস্তফা কামাল কিসের লোভে এই সফরের জন্য পাগল হয়ে আছে, তা আমরা সবাই জানি। কিন্তু আমাদের কর্তব্য আমাদের এই সোনার ছেলেগুলোকে যেকোনো মূল্যে রক্ষা করা বিন্দুমাত্র আঁচড়ের আশঙ্কা থেকেও। তাই আমাদের এই মূহুর্তে একটাই দাবী হওয়া উচিৎ, বোর্ডে মোস্তফা কামাল আর কখনই যেন এরকম একক ভাবে স্বৈরাচারী সিদ্ধান্ত নিতে না পাড়েন বা গুটি না চালতে পারেন এবং ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের কাউকে চাপের মধ্যে না রাখতে পারেন এই মর্মে তার কাছ থেকে মুচলেকা আদায় করা। এর কোন বিকল্প আমরা মানবো না। আরেকটা ব্যাপার।

আপনারা যারা ফাইনাল দেখতে মাঠে যাবেন, যত বাধা বিপত্তিই আসুক, একটা প্ল্যাকার্ড সাথে করে যেভাবে পারেন নিয়ে যাবেন যাতে লেখা থাকবে, "ABORT PAKISTAN TOUR, SAVE OUR CRICKETERS. NO ONE HAS THE RIGHT TO RISK OUR NATIONAL ASSETS" (খেলার মাঝপথেই লেখা শুরু করেছিলাম। এইমাত্র বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। সাবাস বাঘের বাচ্চারা!!! ইনশাল্লাহ, ফাইনালে পাকিস্তানকে হারিয়েই আমরা প্রমাণ করব যে পাকিদেরকে হারানোর জন্য ওই দেশে যাওয়ার দরকার আমাদের নাই। ফাইনালেই আমাদের জয় হবে এবং এশিয়া আমরা জয় করবোই আল্লাহ সহায় হলে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.