আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট মাঠের নামকরণ

গত ২১শে নভেম্বর ২০১২ প্রথম আলোর খেলার পাতায় উৎপল শুভ্রদার লেখা একটি কলামে চোখ আটকে গেল, কলামটির শিরোনাম ছিল, রানার মায়ের সামান্য চাওয়া। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অকালপ্রয়াত ক্রিকেটার মাঞ্জারুল ইসলাম রানার মায়ের স্মৃতিচারণ ও কিছু চাওয়া নিয়ে ছিল কলামটি। মাত্রই কিছু দিন আগে টেস্ট ভেন্যুর গৌরব অর্জন করা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের পাশেই রানার বাড়ি। রানার বাপ দাদার জমিতেই গড়ে উঠা এ মাঠের অন্তত একটি গ্যালারির নাম রানার নামে হোক, রানার একটা স্মৃতিচিহ্ন হিসেবে থাকুক, এটাই চেয়েছেন রানার মা জামিলা খাতুন। তার সেই চাওয়া পূরণ হয়েছে, গত ৩০শে নভেম্বর পশ্চিম প্রান্তের আন্তর্জাতিক গ্যালারির নামকরণ করা হয়েছে রানার নামে।

শুভ্রদা কে বলা কথায় রানার মা আরেকটি কথা যা বলেছেন তা হচ্ছে, স্টেডিয়াম কেন রাজনীতিবিদদের নামে হবে, স্টেডিয়াম হবে খেলোয়াড়দের নামে। তার কথা পুরোপুরিই যৌক্তিক। যে স্টেডিয়ামের প্রাণ খেলোয়াড়রা, সেই স্টেডিয়ামের নাম খেলোয়াড়দের নামেই হওয়া উচিত, যারা খেলায় দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। লক্ষ্য করে দেখলাম, চাটুকারময় এ উপমহাদেশ ছাড়া বিশ্বের অন্য কোন ক্রিকেট পরাশক্তি দেশের মাঠের নাম রাজনীতিবিদদের নামে হয়নি, হলেও নাম পরিবর্তন হয়েছে। আবার ১-২ টা (উদাহরনস্বরূপঃ স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম, এন্টিগা) মাঠ ছাড়া অন্য গুলোর নামও কোন স্বনামধন্য ক্রিকেটারের নামে হয়নি।

তবে বহু গ্যালারি ও প্রান্তের নাম ঠিকই কোন স্বনামধন্য ক্রিকেটারের নামে হয়েছে। এক্ষেত্রে ক্রিকেট মাঠগুলোর নাম কোন সফল ক্রিকেটারের নামে নামকরণ করে বাংলাদেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এর অনেকগুলো ভাল দিক রয়েছে। প্রথমত, এর ফলে সম্মানিত করা হবে ক্রিকেট বীরদের। দ্বিতীয়ত, আমরা যে জাতি হিসেবে কতটুকু ক্রিকেট অন্তপ্রাণ, তা আরেকবার বিশ্বের কাছে উপস্থাপিত হবে।

তৃতীয়ত, ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা এসব নামকরণে উদ্দুদ্ধ হয়ে আরও বেশী করে দেশের জন্য উজার হয়ে খেলবে, নিজেকে স্বনামধন্য ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে পারবে। শেষকথা, ক্রিকেট থেকে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে, আবার সামনে অনেক কিছু পাওয়ার আছে। ক্রিকেটের প্রচার ও প্রসারণে কর্তৃপক্ষের আরও মনযোগী ও সংবেদনশীল হওয়া উচিত, আর অবশ্যই আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত এদেশীয় নোংরা রাজনীতির কালো থাবা যেন আমাদের ক্রিকেটে না পড়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.