ঢাকা, ১৯ মার্চ: বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, ‘‘বর্তমানে বাংলাদেশে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বলে কোনো গোষ্ঠীর অস্তিত্ব নেই। তবে ব্যবসার নামে কতিপয় অসাধু মুনাফালোভী যাতে দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।’ এরকম অর্থহীন কথা বলার কি কোনো প্রয়োজন আছে? বাংলাদেশের সবাই জানে দ্রব্যমূল্য সিন্ডিকেটের হাত দিয়েই নির্ধারিত হয় আর তারা কতিপয়ই হয়ে থাকে। বিএনপি আমলে এমন অভিযোগ বিএনপি অস্বীকার করেছিল এখন দেখি বর্তমানরে মন্ত্রীরাও তাই করে। এর মাধ্যমে কি (না থাকা) সিন্ডিকেটের সাথে কারো কারো সম্পৃক্ততার কথা প্রমাণ হয় (যা প্রকাশ করতে শরম করে)। সিন্ডিকেট আছে কি না তা জানে খাতুনগঞ্জ আর মৌলভীবাজারের ব্যবসায়ীরা। মাননীয় মন্ত্রী তা জানবেন কিভাবে। মাননীয় মন্ত্রী আপনার মন্তব্য আমি প্রত্যাখ্যান করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।