রমজান আসতে না আসতেই দ্রব্যমূ্ল্যের বাজারে আগুন লেগেছে। মুড়ি, ছোলা থেকে শুরু করে সব জিনিষের দাম বেড়েই চলেছে। সরকার নানা ধরনের বিবৃতি দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই সব বিবৃতিতে কোন কাজই হচ্ছে না। আমরা বড় বড় কথা শুনতে চাই না, কাজ দেখতে চাই। বাংলার মানুষ হবে, হচ্ছে, করছি, করবো ইত্যাদি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। আমরা কথার সাথে বাজারের দ্রব্যমূল্যের আউটপুট কি তা দেখতে চাই। এটাই আমার প্রত্যাশা।
রনজিৎ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।