আমাদের কথা খুঁজে নিন

   

জানুয়ারীর আগে কমপক্ষে ৬ টা রাজাকারের ফাঁসির আদেশ হয়ে গেলে খুশী হব।

এডিটেড জানুয়ারীর আগে অন্তত ৬ জন রাজাকারের ফাঁসীর আদেশ ও তার আপিলনিষ্পত্তি হয়ে রায় বহাল থাকলে একজন সাধারণ নাগরিক হিসেবে সন্তুষ্ট হব।তাইলে অন্তত জামাত-শিবির দূর্বল হয়ে উঠবে। মুক্তিযুদ্ধ তো দেখিনি কিন্তু যতটুকু অনুভব করতে পারি তাতে বুঝি কি পরিমাণ অত্যাচার নির্যাতন করা হয়েছিল নিরীহ মানুষগুলোর উপর!ইতোমধ্যে তিনজনের ফাঁসির আদেশ তো এসে গেল।একজন পলাতক এবং বাকী দুইজন জেলে।একজনের যাবজ্জীবন হওয়ায় তার রায়ের বিরুদ্ধে আপিল চলছে।আশা করি সে রায়ে তারও ফাঁসির আদেশ আসবে।এরপর হেভিওয়েট কোন একটা রাজাকারের ফাঁসির আদেশ আসুক।মোটকথা ৬ জন চিহ্নিত রাজাকার,যার মধ্যে ছাত্রসংঘের প্রধান,বদর বাহিনীর প্রধান,রাজাকার শিরোমনী,রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা,আল-শামসের নেতা এধরণের ৬ জনের ফাঁসির আদেশ এবং এরপর নিশ্চয় তারা আপিল করবে,সেই আপিল নিষ্পত্তি ও আদেশ যথারীতি বহাল,তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এটাই চাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.