সাধারণ মানুষের সাধারণ কথা।
বাংলাদেশ সৃষ্টি ছিল ভারতের জাতীয় স্বার্থ; অন্য দিকে যুক্তরাষ্ট্রের জন্য পশ্চিম পাকিস্তান রক্ষা ছিল অপরিহার্য বিষয়। শুক্রবার রাতে দিল্লির এক হোটেলে ইন্ডিয়া টুডের ১১তম কনক্লেভে এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। বক্তৃতায় তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রশংসা করে বলেন, তিনি ছিলেন অত্যন্ত শক্ত ও দূরদর্শী নারী। খবর ইন্ডিয়া টুডে, আইএএসএনের।
‘দ্য মেকিং অব অ্যান এশিয়ান সেঞ্চুরি’ শিরোনামে তার বক্তৃতায় ৮৯ বছর বয়স্ক কিসিঞ্জার বলেন, বাংলাদেশ সৃষ্টি ছিল ভারতের জাতীয় স্বার্থ আর পশ্চিম পাকিস্তান রক্ষা ছিল যুক্তরাষ্ট্রের জন্য অনিবার্য বিষয়। তিনি বলেন, তখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগের জন্য পশ্চিম পাকিস্তান টিকিয়ে রাখা অপরিহার্য ছিল। তিনি বলেন, তখন ছিল ১৯৭১ সালের জুলাই মাসে তার গোপনে চীন সফর এবং ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সনের সফরের সময়কাল। এরপর অবশ্য ভারত ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক মেরামত করে নেয় বলে কিসিঞ্জার মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়ন তখন জোট গড়ার পর্যায়ে ছিল।
ফলে পশ্চিম পাকিস্তান রক্ষা ছিল যুক্তরাষ্ট্রের স্বার্থ। তবে পশ্চিম পাকিস্তান রক্ষায় ভারতের সাথে যুক্তরাষ্ট্রের কোনো গোপন চুক্তি ছিল না বলে তিনি দৃঢ়তার সাথে জানান।
১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের দিকে অগ্রসর হতে থাকলে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন গানবোট কূটনীতির সূচনা করেন এবং পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজের নেতৃত্বে সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাঠান। কিসিঞ্জার বলেন, ‘প্রতিটি পক্ষ তাদের করণীয় কাজটি করছিল। প্রতিটি পক্ষ তার তার নিজস্ব জাতীয় স্বার্থে কাজ করছিল।
সূত্র: http://www.dailynayadiganta.com/details/35996
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।