দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! আজকে ভারত পাকিস্তান ম্যাচে কেন জানি মনে হচ্ছে পাকিরা টাকা খেয়েছে আর ভারত দিয়েছে। সেই ভিত্তিতে দেখুন প্রাইজ গিভিং সেরিমনিতে কমেন্ট্রীর সাথে পাকিস্তান আর ভারতীয় ক্যাপ্টেনের কথা।
কমেন্ট্রী আর পাকিস্তান ক্যাপ্টেনের কথা
-এত রান করেও ম্যাচ হেরে গেলা কি বলবা তুমি?
- নাহ যেহেতু আমাদের কে উপযুক্ত টাকা দেওয়া হয়েছে তাই রান টা এইখানে ফ্যাক্টর নাহ। টাকাটাই মেন, আপনি জানেন ম্যাচ ফিক্সিং আমাদের জীবনে কেমন ভাবে জড়িয়ে আছে।
-তাহলে ৩২৯ রান করার কি দরকার ছিল? কম রান করলেও পারতে
-আসলে আপনি আমাদের স্বভাব টা এখনো বুঝেননি।
আমাদের টাকা বা ডলার দিলে আমরা যে কোন পরিস্থিতিতে ম্যাচ হারতে পারি। তবে আসলে ১ম ইংনিসে টাকার অংক নিয়ে গন্ডগোল হচ্ছিল বলে রানটা করে ফেলি।
-তোমাদের দুটা স্পিনার তো ভাল বল করেছে? এদের সমন্ধে কি বলবা?
-আসলে এটা আমাদের দ্বোষ , ঐ দুজন কে টাকার ভাগ দেওয়া হয়নি যার ফলে ওরা চেষ্টা করছিল কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা, নেক্সট ম্যাচ থেকে এটা হবে নাহ আশা করি।
-বেটার লাক নেক্সট টাইম
-ধন্যবাদ, আমরাও পরের ম্যাচে বেশি টাকা পাওয়ার আশা রাখি।
কমেন্ট্রী আর ইন্ডিয়ান ক্যাপ্টেনের কথা
-জিতার আনন্দ কেমন লাগছে
-আসলে বাংলাদেশের কাছে মারা খাওয়ার পর চিন্তায় ছিলাম, কিন্তু ধন্যবাদ আমাদের টিম ম্যানেজমেন্ট কে যে টাকা দিয়ে ম্যাচ টা আমাদের করে দেওয়ার জন্য।
-বিরাট কোহলীর ইংনিস সমন্ধে?
-বিরাট আসলে প্রথমে ভয়ে ভয়ে খেলছিল কিন্তু পরে ওকে জানানো হয় যে টাকা দেওয়া হয়েছে তাই কোন চিন্তা করো নাহ। সে যথারীতি ভাল খেলেছে।
-শচীনের ইংনিস সমন্ধে
-স্যারজী আসলে টাকার ব্যাপারটা কিছুই জানতেন না। পরে ড্রেসিং রুমে ফিরার সময় তাকে ব্যাপারটা জানানো হয়, তাই তিনি হাসছিলেন বারবার, আপনারা খেয়াল করেছেন।
-আপনাদের বোলারদের নিয়ে কি বলবেন?
-আসলে বোলারদের নিয়ে কিছু বলার নাই, কাউকে টাকা দিয়েও এত খারাপ বল করানো সম্ভব নাহ, এক সময় মনে হচ্ছিল যে আম্পায়েরে হাতেই বল দিয়ে দেই
-ঠিক আছে সামনের জন্য শুভকামনা
-ধন্যবাদ ,আমরা সামনে আরো কম টাকায় কাজ সারার চেষ্টা করব।
উৎসর্গঃ বাংলাদেশে অবস্থানকারী ছাগু ও ভাদাদের
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।