জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
এই অবস্থায় সেই সিদ্ধান্ত নেয়াই উচিত। কাজ না করলেই হয়। কিন্তু কেউ না কেউ তো কাজ করবেই। কিভাবে ?
এই বছরের প্রথম দিকে নারায়ণগঞ্জের একটি স্থানীয় পত্রিকায় এই বিজ্ঞাপনটি ছাপা হয়েছিল। বিজ্ঞাপনটিতে শিল্পকলা একাডেমির জন্য অন্যান্য প্রশিক্ষকের পাশাপাশি নাটক প্রশিক্ষক চাওয়া হয়েছে।
আমি নাটক বুঝি । তাই নাটক নিয়েই কথা বলব। বিজ্ঞাপনে বলা হয়েছে, নাটক প্রশিক্ষকের ভাতা ৪০০ টাকা প্রতি মাস। (৪ নং ক্রমিক) সপ্তাহে ৪টি হিসেবে ১৬ টি ক্লাস। প্রতি ক্লাসের জন্য মাত্র ২৫ টাকা পারিশ্রমিক।
আমার এক পরিচিত লোক বিজ্ঞাপনটি দেখে আমাকে আবেদন করতে বলেছিল। হিসাব করে দেখলাম, আমার বাসা থেকে ক্লাস নিতে যেতে ১০ টাকা রিক্সা ভাড়া খরচ এবং ফিরে আসতে আরও ১০ টাকা বিক্সা ভাড়া মিলিয়ে মোট রিক্সা ভাড়া দিতে হবে ২০ টাকা। হাতে থাকল ৫ টাকা। ১ কাপ চা ৩ টাকা এবং ১ টি সিঙ্গারা ৩ টাকা মিলিয়ে খরচ হল ৬ টাকা। ক্ষতি ১ টাকা।
ভাগ্যিস আমি সিগারেট খাই না, তাইলে ক্ষতি আরও বাড়ত। আর আমি যে ক্লাশ নেব সেটা পুরোপুরি বিনা মূল্যে !
নাটক প্রশিক্ষক হতে হলে কী যোগ্যতা থাকা দরকার ? যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে নাট্যতত্ত্বে পড়াশোনা করেন, তারা পুরো ব্যাপারটা খুব ভালোভাবে জানেন।
নাটক হল একটি মিশ্র শিল্পমাধ্যম। নাচ, গান, অভিনয় ছাড়াও আলো, শব্দ, রং, মেকআপ, সেট নির্মাণ, পোশাক নির্মাণ ইত্যাদি জানতে হয়। জানতে হয়, এই সব মিলিয়ে ভালো লাগা বোধটি সৃষ্টির কৌশল।
এক দিনে আয়ত্ত্ব হয় না এই কৌশল। দিনের পর দিন চর্চা করতে করতে একজন সাধারণ মানুষ নাট্যশিল্পী হয়ে ওঠে। দিনের পর দিন চর্চা করতে করতে কণ্ঠ, শরীর ও মন নাটকের উপযোগী করে গড়ে তুলতে হয়।
নাট্য প্রশিক্ষক তো অনেক বড় ব্যাপার। তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নাটক বিষয়ে প্রচুর পড়াশোনা করতে হয়।
জানতে হয় শিল্পকলার প্রতিটি মাধ্যম সম্পর্কে। হাতে কলমে চর্চা থাকতে হবে প্রতিটি বিষয়ের। এত বড় একটা ব্যাপার যিনি শেখাবেন, তার ভাতা যদি হয় এত সামান্য তবে উনি কিভাবে সম্মান নিয়ে এই চাকুরি করবেন ? পুরো ব্যাপারটা আমার কাছে দুর্বোধ্য লাগে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।