পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
কেপটাওনে আসলাম ২০ দিন হলো। বিভিন্ন জায়গা ঘুড়ে অভিগ্যতার আলোকে জানতে পারলাম কেপটাওনে টাকা আছে যাদি ব্যাবসা করা যায়। আবার ব্যাবসা করতেও প্রচুর টাকা লাগে। তাহলে যাদের টাকা নাই তারা কি করবে???
উপায়ও আছে।
নিরাশ হবার কিছুই নাই। আপনি কারো আন্ডারে বছর খানেক কাজ করুন । ২০ হাজার করে জমান প্রতি মাসে। বছর শেষে টাকা গুলো দিয়ে ভালো আরো ২জন পার্টনার নিয়ে, নিয়ে নিন ছোট একটি দোকান। পরিশ্রম করুন সঠিক উপায়।
শর্ত পার্টনার সৎ হওয়া চাই, সাথে নিজের ও শততা থাকতে হবে। ইনশাআল্লাহ একদিন আপনার ভাগ্যের চাকা ঘুড়বে। আজ থেকে ৮/১০ বছর আগে যারা কেপটাইনে এসেছিল তারা সবাই নাকি শহড়ে রাস্তায় রাস্তায় ঝাকা নিয়ে জুতা বিক্রি করত। ৪/৫ বছর এই ব্যাবসা করার পর জমানো টাকা দিয়ে ছোট দোকান নিয়ে আজ তারা বড় বড় ৮/১০ টা দোকানের মালিক। মাসে তাদের ইনকাম ২০ থেকে ৩০ লাখ টাকা।
পরিস্থিতির পরিবর্তন এসেছে। কেপটাওনের আসে পাশে প্রচুর বাংলাদেশি দোকান হয়েছে। তাই কোন বাংগালীকে এখন আর রাস্তায় ফেরি করে ঘুড়তে হয় না। চরিত্র ভাল, কর্মঠ ও শততা থাকলে আপনার আর কাজের অভাব হবে না। ভাল কাজ মিলেই যাবে, তাও আবার বাংলাদেশীদের দোকানেই।
সেখান থেকে বড় হতে হবে আপন যোগ্যতায়।
কথা গুলো আমার না, কিংবা নির্দিষ্ট কোন ব্যাক্তির ও না। কথা গুলো পুরো কেপটাওনে থাকে সমস্ত বাংগালিদের মুখস্ত বিদ্যা। আপনি করো কাছে কোন পরামর্শ নিতে গেলে একথা গোলোই শুনিয়ে দিবে। সেই কথা গুলোই আমি আপনাদের লিখে জানিয়ে দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।