one1man@gmail.com
বড় করে দেখার জন্য
বাংলাদেশে প্রতিবছর সুন্দররনসহ অন্যান্য বনাঞ্চলের কাছের বসতিতে প্রচুর মানুষ বন্যপ্রাণীর হাতে হতাহত হয়। গতকালের খবর হচ্ছে - বন্যপ্রাণীর আক্রমনে মারা গেলে লাখটাকা । খুব ভালো খবর। আমি ভাবছি ভিন্ন কিছু। বন্যপ্রাণীতো বন্যই।
মানুষের মাঝে আ.লীগ, বিএনপি, জামায়াতের মতো দলগুলোতে যেসব হায়েনা বসবাস করে, তাদের হাতে প্রতিদিন গড়ে একটি উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যু ঘটে। যথারীতি আইনের দিকে গড়ায় এসব ঘটনা। এক পর্যায়ে রাজনৈতিক বিবেচনায় এসব মামলা বাতিলও করা হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতিও ক্ষমা করে দেন। বিষয়টি একটি উন্নতমানের কৌতুকের মতো।
বন্যপ্রাণীর হাতে মারা গেলে আমি লাখটাকা পাবো, আর যদি সরকারি বা বিরোধীদলীয় পশুর হাতে মারা যাই তাহলে মামলাও করতে পারবো না। সরকার বন্যপ্রাণীর অভিবাক হতে রাজি আছে কিন্তু নিজ দলীয় হায়েনাগুলোর অভিবাক হতে রাজি নেই। তারা কি বন্য প্রাণীর চেয়েও হিংস্র যে, প্রধানমন্ত্রী নিজেও মৃত্যু ভয়ে গুটিসুটি মেরে থাকেন! তাহলে জনগনের কাছে স্বীকারোক্তি দিলেই হয় যে, "আমি আমার হায়েনাগুলোর কাছে নিরাপত্তাহীন"!! জনগন একদিনেই সব সাফ করে দেবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।