আমাদের কথা খুঁজে নিন

   

একফালি চাদঁ

তুমি আজ চাদঁ দেখেছ? জানো সেই একফালি চাদঁ, যার পাশে বসেছে আজ হাজার তারার মেলা, এক কোণে এক টুকরো মেঘ ও উকি দিচছে চাদঁ কে গ্রাস করার বাসোনায়, তোমার ওখানে আজ আকাশ মেঘলা, যদি তুমি দেখতে, দেখতে আজ বসেছে সব যুগোল তারার বন্‌না, সবাই যেনো তাদের মনের কথা বিলিয়ে দিচছে মিটিমিটি জ্বলে ওঠে, হয়েছে রোমা্ণটিক। এই ফাকেঁ পেয়ারা গাছের ডালে বসা দুটো নাম না জানা পাখিও দেখা যায়। মাঝে মাঝে বাতাসের দোলে ওরাও নরেচরে বসে আর তাকিয়ে রয় সেই মোধুর জোছনায়.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।