জাতির নানা - একটি ভার্চুয়াল ক্যারেক্টার!!!! নাতি/নাত্নিরা,
তুমরা জান অমার অরিজিনাল(বাপ-মা'র দেওয়া নামে) ফেইজ বুক আইডি ৩ মাসের জন্য ব্যান। ঐ ফেবু নিকে লগইন করে একটা ইন্ডিয়ান ব্লগে আমি মাঝে মাঝে কমেন্ট করতাম। কিন্তু মাস দেড়েক আগে মেজাজ বিল্লা হওয়ায় এক ইন্ডিয়ানের পোস্টের কাউন্টার পোস্ট দিছিলাম, ঐ হালায় পোস্ট দিছিলো "Bangladesh wouldn't get independence in hundred years without India's help" ভারতের সাহায্য ছাড়া ১০০ বছরেও বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারত না"। তারপর ঐ ইন্ডিয়ান ব্লগে 'Contribution of India in Bangladesh Liberation' 'বাংলাদেশের স্বাধিনতায় ভারতের অবদান' হেডিং দিয়ে একটা পোস্ট দিছিলাম অকথ্য ভাষায় গালাগালি করে। যার শেষ লাইনটি ছিলোঃ a girl is drowning in the water...... seeing that u saved her and after that u raped her and still raping her & enjoying; thats what India did to us.।
২০ হাজারের উপরে ইন্ডিয়ান রিপোর্ট করে আমার ফেবু আইডি'র বিরুদ্ধে। এবং আমি ৩ মাসের জন্য ব্যান। খুশির খবর আমার এক হ্যাকার নাতী ঐ ইন্ডিয়ান ব্লগ খাইয়া ফেলছে।
যাহোক সাপ্তাহ খানেক আগে ফেবুর রঙ্গ তামাশা'র অ্যাডমিন আমাকে ফোন করে বলে যে 'দুষ্ট বালক' নামে এক ফ্যান একটা ইন্ডিয়া বিরোধী ছবি পাঠাইছে কিন্তু সে ভয়ে আপলোড করছে না। আমি ছবি দেখে তাকে বল্লাম আমার জাতির নানা ফেবু আইডি টা আধা ঘণ্টার জন্য কো-অ্যাডমিন করো, আমিই পোস্ট দিচ্ছি।
যথারীতি পোস্ট দিলাম এবং ২/৩ শত ইন্ডিয়ান ফ্যান ঐ পোস্টে ঝাইপাইয়া পরলো। এর ২ দিন পর আমি আরো একটা ছবি আপলোড দিলাম 'রঙ্গ তামাশা' পেইজে এবং সেই সাথে 'ব্লাক হ্যাট হ্যাকারস' সহ আরো কিছু ফ্যান পেইজে ছবি দুইটা পোস্ট করলাম। ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত ভারতীয় দালালরা আমার বিরুদ্ধে রিপোর্ট শুরু করে। শাস্তিস্বরূপ ১ মাসের জন্য জাতির নানা ফেবু আইডি ব্যান। যার কারনে জাতির নানা ফেবু আইডি থেকে কোন কমেন্ট/পোস্ট করতে পারছি না।
তুমাদের যোগাযোগের সুভিদার্থে Jatir Nana আইডি টা ওপেন করছি। যারা আমার সাথে রেগুলার যোগাযোগ রাখতা তারা এই আইডিতে মেসেজ পাঠাতে পারবে আগামী এক মাস। একমাস পর এই Jatir Nana আইডি ডিএক্টিভেট করে দিব।
আর সামুতে 'জাতির নানা' জেনারেল হওয়া ডাইলভাত হইয়া গেছে। ৭ মাসে ৭ বার জেনারেলঃ ১ বার চিটার ব্লগার রোজালিন কে গালি দেওয়ার জন্য, ১ বার গোলাম আজমকে অকথ্য ভাষায় গালি দেওয়ার জন্য আর ৫ বার লুল সিণ্ডিকেটকে গালি/ব্যাক্তি আক্রমন/গদাম দেওয়ার জন্য।
যে দুইটি ছবি ফেইজ বুকে আপলোড দেওয়াতে আমি ১ মাসের জন্য ব্যান সেই দুইটি ছবি দেওয়া হলোঃ
১।
২।
উপরের এই দুই ছবির জন্য মোডারেটর হয়তো আমাকে ব্যান করে দিবে। সবার উদ্দশ্যে একটা কথা বলবো ব্লগার জাতির নানা একজন উগ্র জাতীয়তাবাদী বাংলাদেশী। মৃত্যুর আগ পর্যন্ত পাক-ভারতের বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে।
সামু ব্লগারদের অনুরোধ করবো আমার এই পোস্টটা ফেবুতে (পেইজ এবং প্রোফাইলে) শেয়ার দেওয়ার জন্য। আমার আইডি দুইটা ব্যান থাকাতে আমি এখন পঙ্গু।
ধন্যবাদ সবাইকে। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।