হানাহানি, মারামারি আর কাটাকাটি, ক্ষমতার গদি নিয়ে মাথা ফাটাফাটি। লগি-বৈঠা হাতে হাতে কেউ নিয়ে লাঠি, লাঙ্গল আর কাস্তে নিয়ে পথে পথে হাঁটি। চাঁদাবাজী, সন্ত্রাসী এবং রক্তপ্রথা, সমাজে বাড়িয়েছে শুধু অস্থিরতা। টাকা দিয়ে আইন চলে টাকা শেষ কথা, টাকা হলে হওয়া যায় দেশের বড় নেতা। লেখাপড়া নেই আজ শুধু নামের পাঠশালা, চারিদিকে দেখি শুধু রাজনীতির জ্বালা। পাকিস্তানী, ভারতী মুখে বড় কথা, স্বাধীনতা মানে আজ শুধু মাথাব্যথা। চারদিকে চেয়ে দেখি নাই স্বাধীনতা, অপরাজনীতি খেয়েছে রাজনীতির মাথা। মো. ফারুকুল ইসলাম [11:00pm BST 13-03-2012]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।