আমাদের কথা খুঁজে নিন

   

'মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে দেশে অপরাজনীতি চলছে'

সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে দেশে অপরাজনীতি চলছে।

তিনি আজ সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে ঐক্যবদ্ধ ছাত্র সমাজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করলেও এই দলটির অধীনেই স্বাধীনতায় বিশ্বাসী নয় এমন ব্যক্তিরাও নির্বাচিত হয়েছে। এই হচ্ছে বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পরিচয়।’

দশম জাতীয় নির্বাচনের ব্যাপারে কামাল হোসেন বলেন, ‘তথাকথিত ৫ জানুয়ারির নির্বাচনে বিতর্কিতরাই অংশগ্রহণ করেছে। এবং তারা জনগণের ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন।’

জাতীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক আজম রুপুর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট শাহদীন মালিক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.