আমাদের কথা খুঁজে নিন

   

মানবতাই সবচেয়ে বড় ধর্ম !

পৃথিবীর প্রতিটি মানুষ একা, একাই পথ চলতে হয়। ইতিহাসের পাতায় স্থান পায় শুধু কুখ্যাত আর বিখ্যাত মানুষরাই । যারাই ইতিহাসের পাতায় নিজেদের স্থান করে নিয়েছেন তাদের কে পরবর্তি প্রজন্ম হয় শ্রদ্ধা করবে না হয় ঘৃনা । তবে তাদের কর্মফলই তাদের নন্দিত বা নিন্দিত করে ইতিহাসের পাতায় স্বরনীয় করে রেখেছে । আজ ২ বিখ্যাত মানুষের কথা বলবো ।

যাদের সব ধর্ম, বর্ন, জাতির মানুষ স্বরন করে শ্রদ্ধা ভরে । সুলতান বায়েজিত (২য়)ঃ অটোম্যান সম্রাজ্যের এই সুলতান ক্ষমতায় অধিষ্ঠিত হোন ১৪৮১ সালে । সেই সময় অটোম্যান সম্রাজ্যের সুর্য মধ্য গগনে । তবে তিনি বিখ্যাত তার মহানুভবের কারনে । ১৪৯২ সালে স্পেন এ রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলা মুসলিমদের পরাজিত করে সমগ্র স্পেনের ক্ষমতায় বসেন ।

তারা ক্ষমতায় বসেই আলহামরা ডিক্রি-র মাধ্যমে মুসলিম ও ইহুদীদের বলা হল হয় ক্যাথলিক ধর্ম গ্রহন কর নতুবা স্প্যানিশ ইনকুইজেশনের মুখোমুখি দাঁড়াও। এখানে উল্লেখ্য করা প্রয়োজন স্পেনের মুসলিম শাসকগন কিছুটা উদার ছিলেন । যার ফলে নির্বাসিত ইহুদীগন স্পেনে তাদের বিশাল বসতি স্থাপন করেন এবং তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারতেন । এই কথা সুলতান বায়েজিত এর কানে পৌছায় , এরপর তিনি তার নৌসেনাপতি কেলাম রেইস কে হুকুম দেন স্পেনে যত মুসলিম ও ইহুদী রয়েছে তাদের কে উদ্ধার করে তার রাজ্যে নিয়ে আসার জন্য । নৌবন্দরে তিনি স্বয়ং উপস্থিত থেকে সকল মুসলিম ও ইহুদীদের কে স্বাগত জানান।

শুধু তাই নয় সকল কে তিনি তার সম্রাজ্যের সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা হবে বলে ঘোষনা করেন । তিনি মানুষের ধর্ম নয় সকল কে মানুষ হিসাবে মুল্যায়ন করেছিলেন । কে মুসলিম আর কে ইহুদী তা দেখেন নি । সালাদিন আল আইয়ুবীঃ সিরিয়ার , মিশর ও বর্তমানে ইরাকের কিছু অংশ নিয়ে তার সম্রাজ্য । তিনি মুসলিম ধর্মিয় যুদ্ধ জিহাদের নেতৃত্ব দেন ।

এই জিহাদের ধারাবাহিকতায় ১১৮৭ সালে তিনি জেরুজালেম দখল করেন । তখন পরাজিত খ্রীষ্টানদের ইচ্ছে করলে তিনি হত্যা করতে পারতেন কিম্বা দাস হিসাবে বন্দী করতে পারতেন , কিন্তু তিনি তা না করে সর্বনিন্ম যুদ্ধপন হিসাবে সবাই কে মুক্তির আশ্বাস দেন । যারা তা পরিশোধ করতে পেরেছে তাদের তিনি মুক্ত করে দেন এবং যাদের মুক্তিপন দেবার সামর্থ্য ছিল না তাদের কে তিনি নিজের পক্ষ হতে অর্থ দিয়ে মুক্তিপন পরিশোধ করে মুক্ত করেন । নিঃসন্দেহে সেই সময়ে তা ছিল অবিশ্বাস্য । তিনি মানবতার যে দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করেছেন যার ফলে ইতিহাসের পাতায় স্বরনীয় হয়ে আছেন ।

বিঃদ্রঃ অনলাইনে ২ ধরনের ছাগু দেখতে পাওয়া যায় । একদল সব কিছুর মাঝে ধর্মের মহিমা খুজে পায় আরেক দল সব কিছুর মাঝে ধর্মের দোষ খুজে বেড়ায় । সাদা কে সাদা আর কালো কে কালো বলা উচিত এটা মনে হয় উক্ত ২ গোত্রের ব্যাক্তিদের মাঝে অনুপুস্থিত । যৌক্তিক সমালোচনা অবশ্যই করা উচিত কিন্তু গোড়ামী আর কুসংস্কারের মাঝে যে খুব একটা পার্থক্য নাই সেটা যত তারাতারি মানুষ বুঝতে পারে ততটাই মঙ্গল । মানুষ কে ধর্মীয় পরিচয়ের কারনে অসন্মান করার মত অমানবিকতা আর কি হতে পারে ? মানুষ কে শুধু মাত্র মানুষ হিসাবেই সন্মান করা উচিত আপনার আমার সকলের ।

আমাদের বড় পরিচয় আমরা মানুষ আর এই পরিচয়েই সকলে মিলে পৃথিবীটা কে সুন্দর করে গড়ে তুলি ......... ধর্ম নয় জয় হোক মানবতার !!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।