আমরা কেন জানি নিজের দলের সমালোচনা করতে পারিনা বা শিখিনি।
পরের ছেলেকে না পিটিয়ে নিজের ছেলেকে শাসন করুন।
শেয়াল কুকুরের মত মানুষ মানুষকে খাচ্ছে, আর আমরা চুপ করে আছি শুধু নিজের দল বলে।
নিজেদের কি মানুষ মনে হয়না??
আপনারা বলেন যে, আমি আওয়ামীলীগ না, বি এন পি না, জামায়াত না---আমরা মানুষ। মানবতাই দল, মানবতাই বড় ধর্ম।
বিশ্বজিৎ আর আপনার আমার মধ্যে কোন পার্থক্য নেই। আজ ওর জায়গায় আপনি বা আমি থাকতে পারতাম।
আমার প্রিয় জাফর ইকবাল স্যার, প্লিজ আপনি এদের বিচার করুন, তা না হলে ভালো ছেলেটাও হাতে খুর তুলে নেবে।
এ ওকে মারবে, সে তাকে মারবে, তারা এদের মারবে, এরা তাদের মারবে---এভাবে আরও রক্ত, আরও কান্না, আরও মৃত্যু.....!!!
আজ বিশ্ব মানবাধিকার দিবস।
আসুন, আমরা মানবতার গান গাই।
আমরা কোন দলের না, আমরা মানুষের। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।