ক্যাচালমুক্ত ব্লগ চাই ৪-৫ দিনের ট্যুরে ৭ জন বন্ধু মিলে বান্দরবান যাচ্ছি। ঘুরতে চাই নীলগিরি, স্বর্ণমন্দির, বগালেক, কিওকারাডং। প্লান হল এই জায়গাগুলোতে যতগুলো দেখার মত স্থান আছে সব দেখে আসা। এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাচ্ছি। ১. বাসে সকালে বান্দরবান পৌছে সেখান থেকে রুমা বাজার পৌছে আমাদের প্রথম করণীয় কি? গাইড কি সেখানেই পাবো? হোটেল কি আগে থেকে বুকিং দিতে হবে নাকি? ২. সেদিনই কি নীলগিরির পথে রওনা দিতে পারব? সেখানে র্দশনীয় র্জায়গাগুলোর সিরিয়ালটা কি? ৩.ওইদিন রাতে কি রুমা বাজারের হোটেলে থাকব? মানে রুমা বাজারের হোটেলে কয়রাত থাকতে হবে? খরচ কেমন হতে পারে? ৪. মেখলা আর চিম্বুক আর নীলাচল কোথায় এবং সিরিয়ালি দেখা যাবে কিনা? ৫.ম্যালেরিয়ার ভয় আছে নাকি? সেজন্য কোন ভ্যাক্সিনেশন বা ওষধ নিতে হবে কিনা? ৬.বগালেকে রাতে কোথায় থাকতে হবে? থাকার ব্যবস্থা কি? সেটায় কি সব সময় সিট পাওয়া যাবে? না আগে থেকে বুকিং দিতে হবে? ... ভ্রমনকারী ব্লগার ভাইদের কাছ থেকে সাহায্য প্রত্যাশী। কোন সাজেশন থাকলে বলবেন প্লিজ।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।