এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
বান্দরবান ভ্রমন -১ পড়তে Click This Link
দুপুরে খাওয়ার পর সবাই একটু জিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়, তখন কেউ ঘুমাচ্ছে আর কেউবা তাস পিটাচ্ছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা, আগের বার এই দলের সাথে রাঙামাটি গিয়ে পাহাড়ি কোন গ্রাম দেখার সৌভাগ্য হয়নি, এবার ও ওরা গ্রামে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে দিয়েছে ।
গ্রামে যাওয়া নাকি নিরাপদ নয় । তো আর কি করা সামান্য একটু জিরিয়ে একাই বেড়িয়ে পড়লাম পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে । এতোদিন শিধু ছবিতে দেখতাম পাহাড়ের ঢালে মাচার উপর আদিবাসীদের বাস । পুরোপুরি দেখার আগেই বন্ধুদের ফোন তাড়াতাড়ি চলে আয়, এক্ষুণি বের হবো, সুতরাং খুব বেশী দেখা হয়নি, তবে ভবিষ্যতে আবার যাব, যতটুকু গিয়েছিলাম তারই কিছু চিত্র নীচে....................
পাহাড়ের ঢাল বেয়ে ওদের গ্রামে ঢুকে প্রথম দেখা এই তিন বান্ধবীর সাথে, কিছু জিজ্ঞাস করে ওদের কিচির মিচির কথার কিছুই না বুঝে যামনের দিকে পা বাড়ালাম ।
আরেকটু সামনে গিয়ে একটি বিশাল গাছের নীচে দেখলাম একদল শিশু খেলা করছে, ক্যামেরা দেখে তারা ভিবিন্নভাবে পোজ দিল, তারই একটি ।
শুকর এবং গরু দুটিই ওরা পালন করছে, তবে শুকরটা সংখ্যায় অত্যধিক ।
মেড ইন বান্দরবান ।
পাহাড়িদের বাসস্থান
রান্না-বান্নার প্রস্ততি নিচ্ছেন তিনি ।
কিছু উপজাতিয় দোকানি, একটা তিন রাস্তার মোড়ে ওরা বিভিন্ন সবজি বিক্রী করছে ।
এতোক্ষন ছবি তোলায় যারা আমার সাথী ছিল..........।
[img|]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।