দরকারি ওয়েব সাইট গুলো খুজে পাওয়া এখন একটি বড় চেলেন্জ, বিশেষ করে যখন আমরা বাংলাদেশের কোন ওয়েব সাইট খুজতে যাই। কারন ইন্টারনেটে ওয়েব সাইটের সংখ্যা দিন দিন ব্যাপক হারে বেরে চলছে।সার্চ ইন্জিন গুলো আশানুরুপ সার্চ রেজাল্ট দিতে ব্যর্থ হচ্ছে যখন আমারা বাংলাদেশের কিছু খুজি। সম্প্রতি, বাংলাদেশে একটি ওয়েব সাইট-বিডি ওয়েব এ-টু-যেড - প্রকাশ পেল যেখানে বাংলাদেশের প্রায় সব দরকারি সাইট লিস্টিং করা আছে, আর সব গুলো সাইট ই লিস্টং করে মানুষ(কোন অটোমেটেড সিসটেম নয়)। সাইট গুলো দেখে বিচার - বিশ্লেষন করে উপযুক্ত ক্যাটাগরিতে ভাগ করা হয়, যাতে করে একজন ব্যবহারকারি খুব হহজেই তার প্রয়জনীয় সাইটটি খুজে পায়।তছাড়া নিজস্ব একটি ইন্টেলিজেন্ট সার্চ সিসটেম আছে। "বিডি ওয়েব এ-টু-যেড" এর বিশেষ বৈশিষ্ট্ সমুহ ---- (১) এখানে যে সব সাইট লিস্টিং করা হয় , পরতিটি সাইট সার্চ ইন্জিনে সাবমিট করা হয় সল্পতম সময়ে। (২) এখানে খুব সহজেই সাইট সবমিট করা যায়। (৩) প্রায় ৭ হাজার বাংলাদেশের সাইটের লিস্টেং আছে (৪) নিজস্ব একটি ইন্টেলিজেন্ট সার্চ সিসটম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।