ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে নীলক্ষেত এলাকা এখন রণক্ষেত্র।
দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের সূচনা ঘটে। রাত ১১টা ১০ মিনিটের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুই রাউন্ড গুলি ছোড়ে।
নীলক্ষেত এলাকায় হলের এক শিক্ষার্থীকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর মারধরের পরিপ্রেক্ষিতে এ সংঘর্ষ চলছে।
রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় নীলক্ষেত এলাকায় বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে দুই হাজার শিক্ষার্থী রয়েছেন।
অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন কলেজের সামনের এলাকায়। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও সেখানে রয়েছেন। তবে তারা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না।
ঢাকা কলেজের ছাত্রলীগ নেতাদের সঙ্গে তারা ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন।
তবে পুলিশ সদস্যরা পুরোপুরি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে তারাও পিছু হটছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।