আমাদের কথা খুঁজে নিন

   

তেলের তেলেসমাতি কাণ্ড কেবলই শুরু- সৌদির পিসটান- এবার পশ্চিমারা যাবে কোথায় !

বিশ্ব বেহায়া মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো তাদের মাতোব্বরী বজায় রাখতে এবং স্বীয় স্বার্থ হাসিলের তাগিদে বিশ্বজুড়ে কতো কি না করে যাচ্ছে। এসবের বিরুদ্ধে কাউকে সোচ্চার হতে দেখা না গেলেও ইরানই একমাত্র দেশ যারা মার্কিন কূটনীতিকদের পিঠমোড়া দিয়ে বেধে রেখে পরে বহু দেনবারের পর গলা ধাক্কা দিয়ে বের করেদিয়েছিল। তারাই প্রতিবাদ করেছিল এবং এখনও করছে আর খেসারাত হিসেবে একের পর এক নেমে এসেছে দেশটির ওপর নিষেধাজ্ঞার খড়গ। কিন্তু তাতে ইরান একটু পিছপা হয়নি বরং নিজের অবস্থানে আরো শক্ত হয়েছে। পশ্চিমারা ভেবেছিল সর্বশেষ তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তারা এবার ইরানের মজা দেখবে কিন্তু বুমেরাং হয়ে দেখা দিয়েছে তাদের কূটকৌশল। তারা নিজেরাই এখন কুপোকাত। ইরান নিজেই তাদের কাছে তেল রপ্তানী বন্ধ করে দিয়েছে। সে সময় মার্কিন ও পশ্চিমাদের দোসর সৌদি আরব বলেছিল ইরানের তেলের অভাব পুষিয়ে দেবে। কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন চেহারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।