http://www.facebook.com/Kobitar.Khata
তেলের জন্য পৃথিবীতে যুদ্ধ হয়। তেলের মূল্যের উথ্থান পতনের কারণে পৃথিবীতে অর্থনীতির উথ্থান পতন হয়.... একজনকে একজন তেল মেরে কোন সুবিধা আদায় করে নেয়। তেল নিয়ে কত গল্প... সেদিকে না হয় নাই গেলাম....
http://www.dw-world.de/bengali ব্লগ প্রতিযোগীতা আয়োজন করেছে নিশ্চয় দেখেছেন। তারা যদি বাংলা কোন ব্লগ সাইটকে পুরুষ্কার দেয় মোটামোটি ধরে নেয়া যেতে পারে সেটা সামু'ই পাবে। অবশ্য সেই নির্বাচনটি যদি কিছুটা তেলের উপর নির্ভর করে সেটা ভিন্ন কথা। সামু হয়তো সেই ঝুঁকি নিতে চায়নি, তাই তারাও তেলের পথে হাঁটছে।
এই যে দেখুননা, http://www.dw-world.de যখন ব্লগ প্রতিযোগীতার আয়োজন করেছে ঠিক তখনই তারা সামুর হোম পেজেও কিছুটা জায়গা করে নিয়েছে। অর্থ্যাৎ............... তুমি এটা দাও আমি ওটা দেব.....
এই যে সামুর হোম পেজে http://www.dw-world.de এর খবরটি দেখছেন সেখানে কি বাংলাদেশের কোন খবর দেখতে পাচ্ছেন? যেখানে বাংলাদেশের খবর নাই সেই সাইট এমনি এমনি সামু কর্তৃপক্ষ কেন তাদের হোম পেজে ঝুলাবে? বুঝতে পারছেন কিছু???
তাই আমরা ধরেই নিতে পারি সামু-ই পাচ্ছে সেরা বাংলা পুরুষ্কার।................ হাততালি.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।