আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ বন্ধ একুশে টিভি ও বাংলাভিশন

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি" এ কোন গনতান্ত্রিক দেশে বাস আমাদের,অবাধ তথ্য অধিকারের ফুল ঝুড়ি যারা মুখে আওরায় তাদের আজ এত ভয় কোথায়, গনমাধ্যম অন্যতম নিয়ামক টেলিভিশন চ্যানেলের প্রচারের উপরে এখন অবাধে শোষন চালানো হচ্ছে, অনলাইন টেলিভিশন দেখাছিলাম মহাসমাবেশের আর সার্বিক পরিস্থিতির আপডেট জানবার জন্য,একুশে আর বাংলাভিশন দেখি হঠাৎ গায়েব,এ কেমন মুক্ত অধিকার চর্চার নজির.. যতদূর জানতে পেরেছি এ দুটি চ্যানেলের লাইভ টেলিকাস্ট করার কথা ছিলো আজকের মহাসমাবেশ আর সরকার দলীয় ক্যাডার আর আওয়ামীর পরিচালিত সরাকারী পেটোয়া পুলিশবাহীনির অপর্কম প্রচারও অন্যতম কারণ হয়ে দাড়াতে পারে এ সম্প্রচার বন্ধকে ঘিরে.... যেখানে আজ মহাসমাবেশকে ঘিরে লাঠি-সোঠা বহন অবৈধ ঘোষনা করেছে পুলিশ সেখানে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সোনার ছেলে ছাত্রলীগের ক্যাডারদের সহঅবস্থান করতে দেখা গেলো...যাদের কাছে নিজের সংগঠনের সমর্থক-কর্মীদের নিরাপত্তা নাই তারা নাকি জনগনের নিরাপত্তা নিশ্চিৎ করবার দায়িত্ব নিয়েছে!!!! সত্যি সেলুকাস বিচিত্র এই দেশে আমাদের বাস... এটাই কি সেই বাকশাল এর ভয়াবহ রুপ যা এখন কার ক্ষমতাসীন সরকার সাধারন জনগনকে দেখাচ্ছে...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।