যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. আজকের এই জনসমাবেশে প্রজাতন্ত্রের কর্মী, সরকারী কর্মীদের যোগদানের কোন বাধ্যবাধকতা নেই। বিএনপি মনে করে জনগণের সেবাদানকারী হিসেবে তাদের সরকারী দায়িত্মসমূহ বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মানুষের সেবাদান ব্যহত করে তাদের রাজনৈতিক সমাবেশে যোগদান জরুরি নয়। তারা সরকারের, তারা জনগণের, তারা কোন দল বিশেষের নন। বিএনপি এর আগেও এই প্রসঙ্গে তার অবস্থান পরিষ্কার করেছে, আবারও করছে।
আজকের সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ চিহ্ন হিসেবে থাকবে। সেক্ষেত্রে বিএনপির প্রতিটি নেতা, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীকে খেয়াল রাখতে হবে মানুষের জানমালের ক্ষতি করে, মানুষের অসুবিধা করে কোন রাজনীতি নয়। রাজনীতি মানুষের জন্য। সেই রাজনীতিতে মানুষের ক্ষতি বয়ে আনা মানে এর মৌলিক উদ্দেশ্যকে ব্যহত করা।
আমরা বিএনপি।
আমরা আওয়ামী লীগ নই। স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রী আর অফিস থেকে কর্মী ধরে বেঁধে এনে সমাবেশ আমরা করি না। রাস্তা বন্ধ করে কোটি কোটি নগরবাসীর সময়, অর্থনীতি আর নগরজীবনের ক্ষতিও আমরা করি না, কাউকে করতে দেব না।
সমাবেশ ও কর্মসূচীর মাঝে নিরাপত্তা রক্ষার্থে প্রচুর পুলিশ সদস্য থাকবে। তারা যতক্ষণ অগণতান্ত্রিক আচরণ না করছে, ততক্ষণ তাদেরকে সার্বিক সহযোগীতা করা সবার কর্তব্য।
তারা যদি আমাদের উপর অন্যায় আচরণ করে, তার জবাব আমরা সব মানুষকে একত্র করে দিব, যেমন আমরা আগে দিয়েছি।
চলো চলো, ঢাকা চলো, ১২ মার্চ ঢাকা চলো সফল হবেই ইনশাল্লাহ!
সংগৃহীত
Begum Khaleda Zia
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।