আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে ছোট ৫ টি দেশ অনেক সুন্দর

বাদশার মত ১. ভ্যাটিক্যান ভ্যাটিকান হল আজকের বিশ্বের ক্ষুদ্রতম দেশ, যার রয়েছে নিজস্ব সার্বভৌমত্বের একটি রাষ্ট্র. মোট জমির পরিমাণ: 0.44 বর্গ কিলোমিটারে জনসংখ্যা: 830 অবস্থান: উত্তরপশ্চিম পর্বতীয় রোম, ইতালি ২. মোনাকো মোট জমির পরিমাণ: 1,96 বর্গ কিলোমিটার জনসংখ্যা: 35657 (2005) অবস্থানঃ.ফ্রান্স এর মেডিটেরানিয়ান এলাকা দক্ষিণে ৩. নাউরু মোট জমির পরিমাণ: 21 বর্গ কিলোমিটার জনসংখ্যা: 13005 (2005) অবস্থান: বিষুবরেখা থেকে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় . ৪.টুভ্যালো মোট জমির পরিমাণ: 26 বর্গ কিলোমিটার জনসংখ্যা: 11000 অবস্থান: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে দ্বীপ দেশ 5. স্যান ম্যারিনো মোট জমির পরিমাণ: 61.2 বর্গ কিলোমিটার জনসংখ্যা: 28117 অবস্থান: পূর্ব ইতালি এর উত্তর থেকে আদ্রিয়াটিক সাগর উপকূলে বিশ্বের সবচেয়ে এমাজিং কিছু দালান  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.