আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ ৮ ইনস্টল করলাম

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে উইন্ডোজের ৮ এর কনজুম্যার প্রিভিউ (জানুয়ারী ১৫, ২০১৩ পর্যন্ত লাইসেন্স) বের হয়েছে। ৩২ ও ৬৪ বিটের দুটো ভার্সণ। কাল রাতে ডাউনলোড দিয়ে ইনস্টল দিলাম। প্রথমেই যেটা মনে হলো এটা বেশ কম রিসোর্স নেয়--বেশ স্মুথলি চলে। আর দ্বিতীয়টা হলো এটা পুরোপরি চালানো শিখতে সময় লাগবে (টাচ স্ক্রিণ এনাবেল কম্পিউটারও লাগবে)! ইনস্টল করার পর প্রথম ঝামেলা হয়েছিলো সাউন্ড কার্ড ইনস্টল করা নিয়ে।

সাউন্ড কার্ড ডিটেক্ট হয়ে....হার্ডওয়্যারে দেখায়...কিন্তু উইন্ডোজ অডিও সার্ভিস আর চালু হয় না শেষে বহুৎ গুতাগুতি করে (গুগুলরে) সেটার সমাধান হলো! এরপর ঝামেলা হলো মাই কম্পিউটার, স্টার্ট মেন্যু, শাট ডাউন ইত্যাদি দরকারি জিনিষ খুজে না পাওয়া শেষে বহুৎ গুতাগুতি করে (ল্যাপটপরে) সেটারও সমাধান হলো!! এখন বইসা বইসা গুতাগুতি করতাছি (হেল্প ফাইল, ইউটিউব নিয়া) যাতে এটার ছুপা ফিচারস গুলো একটু আয়ত্বে আসে!!! কেউ ইনস্টল করতে চাইলে নীচের হার্ডওয়্যার রিকোয়্যারমেন্টস আছে কিনা দেখে নিয়েন: --1 GHz or faster 32-bit (x86) or 64-bit (x64) processor --1 GB RAM (32-bit) or 2 GB RAM (64-bit) --16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit) --DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver --Taking advantage of touch input requires a screen that supports multi-touch ৩২ বিটের সাইজ হলো ২.৫ গিগা আর ৬৪ বিটের সাইজ হলো ৩.৩ গিগা। উইন্ডোজের সাইট থেকে ডাউনলোড করা যাবে। ৩২ বিট ৬৪ বিট দুটার জন্যই একই প্রোডাক্ট কিঃ Product Key: DNJXJ-7XBW8-2378T-X22TX-BKG7J টরেন্টে ৩২/৬৪ একসাথে একটা টরেন্টে আছে। সিডও বেশ ভালো। লিংক এখানে ।

সবগুলো ডাউনলোডই আইএসও ফাইল। আইএসও সফটওয়্যার লাগবে ডিভিডি বার্ণ করতে অথবা ভার্চুয়ালি রান করতে। ম্যাজিক আইএসও এইরকম একটি ফ্রি-ওয়্যার। -------- সতকর্তাঃ ইনস্টল করার সময় দুটি অপশন দেখায়--একটা হলো কিপ ইউর ফাইল এবং ডিলিট এভরিথিং। কিপ ইউর ফাইল দিলে মাই ডকুমেন্ট ছাড়া সি ড্রাইভের সব কিছুই মুছে যাবে।

আর ডিলেট দিলে কিছুই থাকবে না। প্রয়োজনীয় ফাইলের/ড্রাইভারের নাম ইত্যাদির ব্যাকআপ রাখুন। একটা ফাউ ভিডিওঃ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.