আমাদের কথা খুঁজে নিন

   

কী থাকবে উইন্ডোজ ৮-এ!!!!!!!!!!!!!!

পজিটিভ ভাবুন__পজিটিভ বলুন__পজিটিভ কাজ করুন....

এখনও উইন্ডোজ ৭-এর ব্যবহারই সেভাবে শুরু হয়নি, এরই মধ্যে কিন্তু মার্কিন মুলুকে উইন্ডোজ ৮ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। উইন্ডোজ ৭ সারা পৃথিবীতেই ঝড় তুলেছে, এক্সপি-র জনপ্রিয়তাকেও এটি এখন ছাড়িয়ে যাওয়ার মুখে। কিন্তু এরই মধ্যে তার উত্তরসুরি উইন্ডোজ ৮ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনার শুরু এইচপি এবং অন্যান্য পার্টনারদের সঙ্গে মাইক্রোসফট-এর শেয়ার করা একটি প্লানিং ডকুমেন্ট ফাঁস হয়ে যাওয়ায়। ঐ ডকুমেন্টে উইন্ডোজ ৮ নিয়ে মাইক্রোসফট-এর পরিকল্পনা লিপিবদ্ধ আছে।

আসুন, এ ফাঁকে আমরাও জেনে নিই, উইন্ডোজ ৮-এ নতুন কোন কোন ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে মাইক্রোসফট। ১। পাসওয়ার্ড দিয়ে নয়, আপনার চেহারা দিয়ে লগইন করুন পিসিতে ২০১২ সাল নাগাদ মাইক্রোফোন, ক্যামেরা,জিপিএস, অ্যাকসিলারোমিটারের সেন্সরসহ টেম্পারেচার ও ম্যাগনেটিক সেন্সরগুলোও এতটাই শক্তিশালী হয়ে যাবে যে এসব সেন্সরকে ব্যবহার করে উইন্ডোজ ৮ ব্যবহারকারী এবং তাদের পরিপার্শ্বের সঙ্গে দারুণভাবে মিথস্ক্রিয়া চালাতে পারবে। আপনি অফিসে ঢুকলেন, আপনার পিসির প্রক্সিমিটি সেন্সর রুমের মধ্যে নড়াচড়া টের পেয়েই পিসিকে জাগিয়ে তুলল, আপনি যতক্ষণে কম্পিউটারের সামনে বসেছেন সেটি ততক্ষণে নিজে নিজেই স্টার্ট নিয়ে নিয়েছে। এরপর আপনি কাজ শেষ করে বেরিয়ে গেলে আপনার চলে যাবার ব্যাপারটি খেয়াল করে পিসি নিজেই নিজেকে লক করে দেবে, এবং তারপর শাট ডাউন করবে।

২। বিভিন্ন ওয়েব সাইটের জন্য পৃথক পাসওয়ার্ড মনে রাখার দরকার হবে না ‘পাসওয়ার্ড নিয়ে ঝামেলা এখন রীতিমত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে’, মাইক্রোসফট- এর ঐ ডকুমেন্টে মন্তব্য করা হয়েছে। ‘এ কারণে উইন্ডোজ ৮-এ এমন ব্যবস্থা থাকবে যাতে ইউজারনেম এবং পাসওয়ার্ড নিরাপদভাবে সুরক্ষিত হবে, ফলে ইউজারদের অনলাইন অভিজ্ঞতা হবে অনেক বেশি সুখকর। ’ ৩। উইন্ডোজ ৮ বিভিন্ন ডিভাইসে ইউজারকে অনুসরণ করবে মাইক্রোসফট ব্যবহারকারীদের উইন্ডোজ পরিচয়কে ব্যবহারকারী-কেন্দ্রীক রাখতে চায়, কম্পিউটার-কেন্দ্রীক নয়।

ফলে ইউজার যে কম্পিউটারেই যাবেন, তাঁর প্রযুক্তি পণ্য তিনি স্বচ্ছন্দে প্রদর্শন করতে পারবেন। সেটি অনলাইন বা লোকাল যাই হোক না কেন। ’ অ্যাপল-এর মত উইন্ডোজ-এও থাকবে একটি আধুনিক অ্যাপি-কেশন স্টোর । মাইক্রোসফট যদিও বারবার বলছে ইন্টারনেটের চরম অগ্রগতির এই যুগেও অপারেটিং সিস্টেম আমাদের দরকার হবে, তবে এটা পরিষ্কার যে, অ্যাপ স্টোরের কনসেপ্টের মাধ্যমে উইন্ডোজকে ওয়েব দুনিয়ার সঙ্গে তাল মেলানোর একটা চেষ্টাও চালিয়ে যাবে মাইক্রোসফট। এ স্টোরে ঠিক কোন ধরনের অ্যাপি-কেশন থাকবে সে ব্যাপারে মাইক্রোসফট পরিষ্কারভাবে কিছু বলেনি, তবেইচ্ছেমত ল্যাংগুয়েজে উইন্ডোজ-এর জন্য অ্যাপি-কেশন বানানোর ব্যাপারে ডেভেলপারদেরকে উৎসাহিত করে চলেছে মাইক্রেসফট।

৪। আই-প্যাড ধরনের টাচস্ক্রিন ব্যবহার করা যাবে মাইক্রোসফট তার পার্টনারদের আশ্বস্ত করেছে যে, ¯ে-ইট পিসির জন্য উন্নততর টাচস্ক্রিন তৈরি করে অ্যাপলসহ সব প্রতিদ্বন্দ্বীকেই প্রতিযোগিতায় ছাড়িয়ে যাবে তারা। উইন্ডোজ ৮-এ থাকবে গেমিং এবং অন্যান্য ফাংশনের জন্য অ্যাকসিলারোমিটার এবং লোকেশন- অ্যাওয়ারনেস। একই সঙ্গে বিভিন্ন আলোতে স্ক্রিনের উজ্জ্বলতার তারতম্য করে ভারসাম্য বজায় রাখা হবে। মাইক্রোসফট জানাচ্ছে, ‘ব্যবহারকারীরা তাদের ট্যাবলেট পিসিকে যেভাবে ইচ্ছা সেভাবেই ধরতে পারবে এবং উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন ওরিয়েন্টেশনপরিবর্তন করে স্ক্রিনের একইরকম উজ্জ্বলতা ও স্পষ্টতা বজা রাখবে।

’ ৫। অয়্যারলেস টিভিতে দেখা যাবে এইচডিমুভি উইন্ডোজ ৮ বিভিন্ন ধরনের প্রযুক্তিকে আত্মস্থ করার মাধ্যমে ব্যবহারকারীদের তাদের পছন্দমত টেলিভিশন শো বা সিনেমাকে যে কোনো স্ক্রিনে স্ট্রিমিং করার সুযোগ করে দেবে। ব্যবহারকারী ল্যাপটপ খুললেন, অনলাইনে বা তাঁর ল্যাপটপের হার্ড ড্রাইভ থেকে একটি মুভি খুঁজে বের করলেন, তারপর বাটনের একটা ক্লিকেই তাঁর ইচ্ছেমত টিভি স্ক্রিনে সেটিকে দেখতে পারবেন। মাইক্রোসফট-এর ডকুমেন্টে বলা হয়েছে, ‘ব্যবহারকারীরা খুব সহজেই অয়্যারলেস টেলিভিশন, মনিটর, অয়্যারলেস ডকিং স্টেশন এবং ইউএসবি কানেক্টেড মনিটর ইত্যাদি বিভিন্ন আধুনিক ডিসপে-র সঙ্গে কানেকশন নিতে পারবে। তার কাছে যত কনটেন্ট বা মিডিয়া আছে সেগুলোকে আশেপাশের যে কোনো ডিসপে-তেই ৬।

ভাইরাসকে শেষ করুন, তবে বাঁচিয়ে রাখুন ব্যক্তিগত তথ্য অনেক সময় ভাইরাসের দৌরাত্ম্যের কারণে ব্যবহারকারীদেরকে ফ্যাক্টরি সেটিং-এ তাদের কম্পিউটারকে পুনরায় চালু করতে হয়। এর ফলে ডাটা এবং অ্যাপি-কেশন উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে বা হারিয়ে যেতে পারে। এ কারণে মাইক্রোসফট নতুন একটি রিসেট অপশন নিয়ে কাজ করছে যার ফলে ফাইল এবং পারসোনালাইজেশন সেটিংকে ঠিক রেখেই খুব সহজে তিনি আবার অ্যাপি-কেশনগুলোকে ইনস্টল করতে পারবেন। মাইক্রোসফট-এর উদাহরণ শোনা যাক - ‘জন খেয়াল করল যে তার কম্পিউটারটি ঠিকমত কাজ করছে না। এজন্য সে রিসেট বাটন চেপে তার উইন্ডোজ ৮ পিসিকে রিসেট করার সিদ্ধান্ত নিল।

তার কোনো টেনশন নেই, কারণ সে জানে তার সমস্ত অ্যাপি-কেশন এবং ডাটা নিরাপদ থাকবে। উইন্ডোজ ৮ স্বয়ংক্রিয়ভাবে তার ফাইল এবং পারসোনালাইজেশন সেটিংকে ধরে রেখে ইউজার অ্যাকাউন্টে স্থানান্তর করে দেবে। রিস্টার্টিং-এর পর জন অ্যাপ স্টোর লঞ্চ করে সেখান থেকে কেনা অ্যাপি-কেশনগুলো পুনরায় ইনস্টল করতে পারে, এবং অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপি-কেশনের তালিকাও দেখতে পারে। ’ শোনা যাচ্ছে, উপরোক্ত এসব অত্যাধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি অতন্ত দ্রুত পিসি বুট করা এবং কম্পিউটিং-এর যাবতীয় কর্মকাণ্ডে আরো বেশি নিয়ন্ত্রণ এবং কাস্টমাইজেশনের সুবিধাও থাকবে উইন্ডোজ ৮-এ। সেটিং এবং প্রেফারেন্সগুলো সেখানেই তাকে অনুসরণ করবে।

তিনি ডেস্কটপ থেকে ল্যাপটপ, সেখান থেকে ট্যাবলেট পিসি বা স্মার্টফোন যেটিই ব্যবহার করুন না কেন, তাঁর যাবতীয় সেটিং ও প্রেফারেন্স থাকবে একই। ‘উইন্ডোজ অ্যাকাউন্টকে ক্লাউডের সঙ্গে সংযুক্ত করা হবে যাতে সেটিং এবং প্রেফারেন্স ইউজারকে নিরবচ্ছিন্নভাবে অনুসরণ করতে পারে’, মাইক্রোসফট-এর মন্তব্য। ফলে, উদাহরণস্বরূপ, বিভিন্ন ডিভাইসে অভিন্ন উইন্ডোজ লগইন-এর বদৌলতে একজন ইউজার একটি কম্পিউটারে গেম খেলা শুরু করে অন্য কম্পিউটারে সেটি শেষ করার মত মজার কাজও করতে পারবেন। উৎসঃ সি নিউজ \ সেপ্টেম্বর ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.