আমাদের কথা খুঁজে নিন

   

আমার জেনুইন উইন্ডোজ ৭ এর অক্কা পাওয়া

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

গত সেপ্টেম্বর থেকে উইন্ডোজ ৭ আল্টিমেট ভার্সণ (ওইএম) ফুল এক্টিভেটেড ভার্সণ ব্যবহার করি...অক্টোবরে এই নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! গত পরশু পর্যন্ত কোন ঝামেলা ছাড়াই চলছিল.... কিন্তু অটো আপডেট অন করা থাকায় গত কয়েকদিন আগে একটা আপডেট ইনস্টল হয় পিসিতে...এরপরই মেসেজ দেয়া শুরু করে আপনার উইন্ডোজটা জেনুইন না (মনে হয় এটা আমি জানতাম না ) হেন-তেন করে (মানে পয়সা দিয়ে) এটাকে জেনুইন করেন...ব্লা ব্লা... নেটে খুজাখুজি করে যেসব লোডার বা এক্টিভেটর পেলাম কোনটাই কাজ করলো না....পরে কাল রাতে পেলাম রিমুভ ওয়াট ..চালাইলাস পিসি রিসার্স্ট করলাম...কম্মো সাবার.... এটা যে কাজটা করে...মাইক্রোসফটের যে আপডেট দিয়ে ক্রাক গুলো ডিটেক্ট করেছিল....সেটার সে সংক্রান্স তথ্য গুলো পিসি থেকে সরিয়ে দেয় তাই যারা এই সংক্রান্ত কাঠাঁল ভাঙ্গার চিন্তায় আছেন...গো আ্যহেড!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।