আমাদের কথা খুঁজে নিন

   

RAGGING IS NOT A JOKE, IT'S A CRIME. please don't do it

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন চোখ ভরা স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আগমন ঘটে কিছু নতুন মুখের । ক্যাম্পাসের রঙ্গিন দুনিয়ায় তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার স্বপ্ন আর রঙ্গিন থাকেনা যখন এই কচি মুখগুলো কিছু "সিনিয়র" নামের স্বঘোষিত ক্যাম্পাস-মুরুব্বিদের র‍্যাগিং এর শিকার হয় । বিশেষ করে হল লাইফে এগুলো বেশী হয় । অনেক ধরনের ভয়াবহ এবং কুরুচিসম্পন্ন র‍্যাগিং এর নজির আছে । এগুলো করে সেই সিনিয়র ছাত্ররা ক্ষণিকের জন্য কিছুটা পৈশাচিক আনন্দ পায়, এটা ঠিক ।

কিন্তু, একবার ভেবে দেখা উচিৎ, যাকে র‍্যাগ দেয়া হয় তার মানসিক অবস্থাটা কেমন হয় । সে কি ব্যাপারটিকে ভালভাবে নিতে পারে? পারার কথা না । তাই, এমন কিছুই করা উচিৎ না যাতে কারো পড়ালেখায় ক্ষতি হয় । সিনিয়র হোক কি জুনিয়র, এটা সময়ের ব্যাপার মাত্র । আজ যে জুনিয়র, কাল সে সিনিয়র ।

কি দরকার এই ধরনের অকাজ করে পশাচিক আনন্দ নিয়ে ছোট ভাইয়ের জীবন খারাপ করার? একইসাথে সীট পলিটিক্সের কথাও বলতে হয় । পড়ালেখার ক্ষতি করে সীট বাঁচাতে মিছিলে যাও, নেতা যা বলবে তাই করো । নাহলে সীট থাকবে না । সীট না থাকলে থাকবে কই? পড়বে কোথায়? এই সুযোগটাই "শ্রদ্ধেয়" সীট পলিটিশিয়ানগণ নিয়ে থাকেন । নিয়ে পলিটিক্সে কতটুকু সুবিধা হয় জানিনা ।

শুধু জানি, এর ফল একদিন প্রকৃতি থেকেই তাঁরা পান । নিজের চোখে এমন অনেক দেখেছি । কাজেই, এই ধরনের র‍্যাগিং এবং নষ্ট পলিটিক্স বাদ দিন । আসুন, নিজেদের সবটুকু নিয়ে ছোটদের পাশে দাড়াই । ওরা ক্যাম্পাসে নতুন, ওদেরকে নিয়ে না খেলি ।

পারলে কিছুটা হেল্প করি নতুন জায়গায় খাপ খাওয়াতে । ওরা তো আমাদের ভাইয়ের মতোই... RAGGING IS NOT A JOKE, IT'S A CRIME. >> please don't do it ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।