আমাদের কথা খুঁজে নিন

   

"RAGGING মুক্ত পবিত্র বন্ধুবৎসল শিক্ষাপ্রতিষ্ঠান চাই"

জনতার মুখ চেপে ধরতে নেই,তাহলে পরিনতি হয় ভয়ঙ্কর ! সকল ব্লগার বিশেষতঃ বড় ভাইয়া আর আপুরা একটু ধৈর্য্য ধরে পড়ুন...বাস্তব সত্যতার প্রেক্ষিতে কিছু DISTURBING WORD অনেকটা ইচ্ছাকৃতভাবেই লিখলাম...ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করা হলো ১২টি বছরের অক্লান্ত পরিশ্রম আর স্বপ্নপূরণ করার প্রয়াসে উচ্চশিক্ষার জন্য আমরা শিক্ষার্থীরা ভর্তি হই দেশের সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে.... মা বাবা'র অনেক আশা আর একগাদা স্বপ্ন আর আনন্দ ভরা মন নিয়ে উঠি হল-ক্যাম্পাসে.....ভাবি এইতো এর হাত ধরেই জীবনের ভিত্তি রচিত হবে . . . . . . . কিন্তু প্রথম দিনেই আমাদের হতে হয় RAGGING এর শিকার! অনেকেই একে আদেশ, FUN হিসেবে মেনে নিলেও অনেক দুর্বলচিত্ত ও প্রবল PERSONALITY'র শিক্ষার্থী আছে যারা এটাকে মেনে নিতে পাড়েনা.....আপনা দের একটি সত্য ঘটনার নমুনা দিই: শিক্ষাপ্রতিষ্ঠান :দেশের সনামধন্য প্রকৌশলবিশ্ববিদ্যালয়, স্থান : ক্যান্টিন , সময় :সকাল ১১টা খোদার নাম নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করে চা পান করতে ক্যান্টিনে যায় নাফিস (ছদ্মনাম..যদিও কাহিনী ছদ্ম নয়), ধার্মিক ও লাজুক স্বভাবের ছেলে। উদ্দ্যেশ্য চা খাওয়া ও হবে ক্যান্টিনটাও দেখে আশা হবে। ঢুকে চা এর কাপে চুমুক লাগানোর আগেই ডাক আসে পাশের টেবিল থেকে- #এই মফিজ এদিকে আয় ভাইয়া আমাকে বলছিলেন? #কথা কানে যায়না ? এক থাবড়া দিবো -অন্য সবাই হাসে জ্বি ভাইয়া,আস্লামালাইকুম..বলেন #কোন কলেজ ? NDC #অ আঁতেল ! কোন DEPARTMENT এ ভর্তি হইসোস ? ভাইয়া ARCHITECTURE #অ তাইলে তো খুব ভালো ছবি আঁকিস! দেখি খাতা কলম বের করে তোর ঐটার ছবি আঁক....হুবহু আঁকবি যেমনে আসে অমনে...খুলে দেখবো..ব্যতিক্রম হলে ঐ অবস্থায় খাঁড়া করাই রাখবো ভাইয়া মাফ করবেন..আমাকে অন্য কিছু করতে দিন PLEASE.. আপনারা আমার বড় ভাইয়ের মতো #ঐতো বড় ভাই বলে তো আঁকতে বলসি নাহলে ছবি তুলতাম তোর.. তুঁই আঁকবি নাকি আরেকজনকে ডেকে এনে আঁকাবো তোরটা ছেলেটি তার সম্ভ্রম বাঁচানোর জন্য স্কেচ আঁকে আর ভাইয়াদের দেয় #বাহ্ খুব NICE হইসে তবে এটা যে তোর তার প্রমাণ কি ? ঐ টেবিলে কতগুলো আপু বসে আছে ওদের কাছে গিয়ে ATTESTED করাই আন ভাইয়া আপনারা আমাকে মেরে ফেলেন আমি আর পারবোনা #আচ্ছা আমিই ATTESTED করতেসি PANT খোল ছেলেটি সম্মান বাঁচাতে বড় বোনের বয়েসী আপুদের কাছে যায় চোখ বন্ধ করে বলে ভাইয়া পাঠাইসে এটা ATTESTED করার জন্য #এটা কার ভাইয়াদের নাকি তোমার ? আআআমার #তাহলে MAIN COPY দেখাও নাহলে করব কিভাবে? চারদিক থেকে অট্টহাসির রোল উঠে ক্যান্টিনময়.....নাফিসের চোখ দিয়ে অনর্গল ঝড়ে পড়ে জল....না, এর পর সে আর কখনোই ভার্সিটিতে যায়নি তার স্বপ্নের সেদিনই অপমৃত্যু ঘটল এভাবে শিক্ষার্থীদের অহরহ হতে হয় RAGGING এর শিকার আমরা এটাকে FUN বা সাময়িক আনন্দ বলে এঁড়িয়ে যাই! পারবেন? অপনার আপন ছোট ভাই বা বোনটির সাথে এরকম আচরণ করতে? "আমরাও তো খাইসি! আমাদের বড়রা দিসে..এটা তার REVENGE আমরাও আমাদের JUNIOR দের দেবো.. তর বাপের কি?" কুকুর আপনাকে কামড়ালে আপনি নিশ্চয় তাকে কামড়াবেন না ? তখনই আপনি তাকে কামড়াবেন যখন আপনি তাদের স্বগোত্রেরই একজন হবেন ..কি লাভ এসব পাশ্চাত্য কুধারা-অপসংস্কৃতিকে অনুসরণ করে? ছোটদের স্নেহ সমীহ করুন.. অবশ্যই তারা আপনাদের শ্রদ্ধা করতে বাধ্য! তাদের নৈতিক শিক্ষা দিন.. তবেইতো তারা আপনাদের অগ্রজ গুরু ভাববে সম্প্রতি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই এই ব্যাপারে কঠোর ও ফলপ্রসু পদক্ষেপ গ্রহন করেছে..তাদের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই "RAGGING মুক্ত পবিত্র বন্ধুবত্সল শিক্ষাপ্রতিষ্ঠান চাই" MEDIA ও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি...ভালো লাগলে বন্ধুদের সাথে অথবা PAGE এ SHARE করুন...ধৈর্য্যতা আর আগ্রহ প্রদর্শনের জন্য ধন্যবাদ সংগ্রহ -- ছি!! মাত্র ৩ ঘন্টার পরীক্ষা দিয়ে কিভাবে আপনি আমার মেধা যাচাই করবেন? :-|

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।