মনফুলের বাগানে স্বাগতম... ১/ তুমি যখন কোন দুর্বলের উপর হাত উঠাও তখন একথা ভুলে যাও কেন যে, এই মানুষটিকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার চেয়ে অনেক বেশি ক্ষমতার অধিকারী! - ওমর ইবনে আব্দুল আজীজ ২/ কত উন্নত শির শুধু জ্ঞানের পাখায় ভর করে উন্নতির চরম শিখরে েপীঁছেছে তা কেউ গণনা করে বলতে পারে না - ইবনে রুশদ ৩/ কৃপণের দরজা শুধু একজন মেহমানের জন্যই খোলা থাকে, তিনি মালাকুল মউত! - মা’আন ৪/ আবু আলী সিনার এক বন্ধুর পুত্রবিয়োগ ঘটলে অন্য এক বন্ধু জিজ্ঞেস করল, বাচ্চার মৃত্যুর রহস্য কী? আবু আলী সিনা জবাব দিলেন, বাচ্চা কেন এতদিন বাঁচিয়াছিল আমি সেই রহস্যই উদ্ঘাটন করতে পারিনি। ৫/ হযরত ওমর (রাঃ) পথিমধ্যে এক মাতালকে পড়ে থাকতে দেখে র্দোরা বের করলেন। মাতাল আর কোন উপায় না দেখে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে শুরু করল। ওমর তখন তাকে ছেড়ে চলে গেলেন। এক সঙ্গী জিজ্ঞেস করলেন, মাতালকে ছেড়ে দিলেন কেন? ওমর বললেন, গালি দিয়ে সে আমাকে রাগান্বিত করে ফেলেছিল। আর রাগের মাথায় কখনো সুবিচার করা যায় না। ৬/ গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী। কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। - হযরত আলী (রাঃ) ৭/ নির্বোধেরা যদি কিছু পায় তবে গোনাহে লিপ্ত হয় আর যদি না পায় তবে আল্লাহকে মন্দ বলে। - আবুল বুখতারী --------------------------------------------------- সূত্র - কুড়ানো মানিক - মাওলানা মুহিউদ্দিন খান - মদীনা পাবলিকেশান্স
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।