আমাদের কথা খুঁজে নিন

   

৫৫টি বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনবিরোধী কমিটি গঠন

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সব বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বন্ধে ‘অভিযোগ কমিটি’ গঠন করতে বলা হয়েছে। সে অনুযায়ী ২৪টি পাবলিক ও ৩১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার জাতীয় সংসদে বিএনপির সাংসদ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।


রওশন জাহানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষা আইন-২০১৩-এর খসড়া চূড়ান্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

২০১২ সালে নিট ভর্তির হার ৯৬ শতাংশ

সাংসদ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন বলেন, ২০১২ সালে প্রাথমিক স্তরে নিট ভর্তির হার ছিল ৯৬ দশমিক ৮ শতাংশ, যা ২০১১ সালে ছিল ৯৪ দশমিক ৯ শতাংশ। ২০১৩ সালের হিসাব নির্ধারণের কাজ শেষ হয়নি।

রাজধানীতে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ৬৪৬৭টি

সাংসদ শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান জানান, রাজউকের আওতাধীন এলাকায় অননুমোদিতভাবে ও অনুমোদনের ব্যত্যয় করে এবং বিল্ডিং কোড অমান্য করে নির্মিত আট হাজার স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ইমারত নির্মান আইন-১৯৫২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে মান্নান খান জানান, রাজধানীতে বর্তমানে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ছয় হাজার ৪৬৭টি। এসব বাড়ি লিজ দিয়ে গত মে মাস পর্যন্ত সরকার আয় করেছে ১৬ কোটি ১৮ লাখ ৭২ টাকা। আর বকেয়া আছে ২৪ কোটি ২১ লাখ দুই হাজার টাকা। ১০৬টি বাড়ি অবৈধ বসবাসকারীদের দখলে রয়েছে। ৯৯৯টি বাড়ির বিপরীতে মামলা চলছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।