আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্চয়পত্রের মুনাফা বেড়েছে

মানুষ হিসেবে মাথা উচুঁ করে থাকতে চাই। মিজানুর রহমান জুয়েল চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের ২২,৪০৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বানিজ্যিক ব্যাংকগুলো আমানতের বিপরীতে মুনাফার হার বৃদ্ধি করায় সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় গত জুলাই-ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ৮,০০৯ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে শংকা দেখা দেয়। এ পরিস্থিতিতে কাংখিত লক্ষ্য অর্জনে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ মার্চ ২০১২ খ্রিঃ থেকে ক্রয়কৃত সঞ্চয়পত্রের উপর এ হার কার্যকর হবে।

বিভিন্ন প্রকার সঞয়পত্র ও এর হার ঃ ১। পরিবার সঞ্চয়পত্র ঃ নতুন মুনাফার হার ১৩.৪৫ শতাংশ। ভ্যাট / কর বাদে প্রতি ১ লক্ষ টাকা বিনিয়োগে প্রতি মাসে পাওয়া যাবে ১,১২০ টাকা। পূর্বে এর হার ছিল ১২.০৭ শতাংশ এবং প্রতি লক্ষে পাওয়া যায় ৯৬০ টাকা। প্রতি লক্ষে মুনাফা বেড়েছে ১৬০ টাকা।

২। পেনশনার সঞ্চয়পত্র ঃ নতুন মুনাফার হার ১৩.১৯ শতাংশ। ভ্যাট / কর বাদে প্রতি ১ লক্ষ টাকা বিনিয়োগে প্রতি ৩ মাস অন্তর পাওয়া যাবে ৩,২৯৭ টাকা। পূর্বে এর হার ছিল ১১.৮১ শতাংশ এবং প্রতি লক্ষে ৩ মাস অন্তর পাওয়া যায় ২,৮১৫ টাকা। প্রতি লক্ষে মুনাফা বেড়েছে ৪৮২ টাকা।

৩। মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ঃ নতুন মুনাফার হার ১২.৫৯ শতাংশ। ভ্যাট / কর বাদে প্রতি ১ লক্ষ টাকা বিনিয়োগে প্রতি ৩ মাস অন্তর পাওয়া যাবে ৩,১৪৭ টাকা। পূর্বে এর হার ছিল ১০.৭৮ শতাংশ এবং প্রতি লক্ষে ৩ মাস অন্তর পাওয়া যায় ২,৫৬৫ টাকা। প্রতি লক্ষে মুনাফা বেড়েছে ৫৮২ টাকা।

৪। বাংলাদেশ সঞ্চয়পত্র ঃ ৫ বছর মেয়াদী এ সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার ১৩.১৯ শতাংশ। পূর্বে এর হার ছিল ১১.৫৫ শতাংশ এবং মুনাফার হার বেড়েছে ১.৬৪ শতাংশ। ৫। ডাকঘর সঞ্চয়পত্র ঃ ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব, ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার ১৩.২৪ শতাংশ।

মুনাফা বেড়েছে ৪৮২ টাকা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।