ভারতের কর্ণাটক বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। আর ভরাডুবির মুখে পড়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
২২৩ আসনের কর্ণাটক বিধানসভায় গত রোববার ভোট গ্রহণ শেষ হয়। আজ ভোট গণনা ও ফল ঘোষণা করা হচ্ছে।
‘টাইমস অব ইন্ডিয়া’র অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ পাওয়া তথ্য অনুয়ায়ী, বিধানসভার ১৮টি আসনের ফল ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে কংগ্রেস পেয়েছে ১১টি। এগিয়ে আছে ১০৬টি আসনে। বিজেপি পেয়েছে দুটি আসন। এগিয়ে আছে ৩৩টিতে। জনতা দল (ধর্মনিরপেক্ষ) দুটি আসন পেয়েছে।
এগিয়ে আছে ৪১টিতে। কর্ণাটক জনতা পক্ষ (কেজেপি) ১০টি আসনে এগিয়ে আছে। অন্যান্য দল তিনটি আসন পেয়েছে। এগিয়ে আছে ১৫টি আসনে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।