অহন থিক্কা সব শয়তানরে দৌরের উপর রাখুম।
ভারতের কর্ণাটকের একাধিক মন্দিরে যুগ যুগ ধরে প্রচলিত হিন্দু ধর্মীয় পতিতাবৃত্তি খ্যাত ‘দেবদাসী প্রথা’ বিলোপের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ‘দেবদাসী প্রথা’ এর বিরুদ্ধে করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মামলার পরিপেক্ষিতে বৃহস্পতিবার দেশটির আদালত এ নির্দেশ দেয়।
এ প্রথা অনুসারে, গ্রাম থেকে ছোট মেয়েদের ধরে এনে ধর্মীয় প্রথা অনুযায়ী কথিত বিয়ে দেয়া হত দেবতার সাথে বা মন্দিরের সাথে এবং তাকে সেখানেই থাকতে হত সারা জীবন। এঁরা জীবনে সংসারধর্ম করার সুযোগ পায় না। মন্দিরের পুরোহিতদের সম্ভোগের শিকার হয়েই সারা জীবন কাটে।
হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করে যে, এভাবে হিন্দু পুরোহিতরা দেবদাসীদের সাথে অবৈধ কর্ম লিপ্ত হয় জোর করে। এই প্রথার এখনো প্রচলন রয়েছে ভারতের কর্ণাটক্ েএ ব্যাপারে কর্ণাটক রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সত্যশিবমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
ওই স্বেচ্ছাসেবী সংগঠন দাবি করে, নারীদের উৎসর্গের নামে প্রচলিত এ জঘণ্য প্রথা বন্ধ করতে সুপ্রিম কোর্টে আবেদন করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।