ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----
ভারতের কর্ণাটকের বিভিন্ন মন্দিরে যুগ যুগ ধরে প্রচলিত দেবদাসী প্রথা বিলোপের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেন।
কর্ণাটকের বিভিন্ন মন্দিরে দেবতাদের সেবা করার জন্য নিয়োজিত রয়েছেন এসব দেবদাসী। এঁরা জীবনে সংসারধর্ম করার সুযোগ পান না। মন্দিরের দেব-দেবী আর পুরোহিতদের সেবা করেই তাঁদের সারা জীবন কাটে। এই প্রথা এখনো রয়েছে কর্ণাটক রাজ্যে।
কর্ণাটক রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সত্যশিবমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
আবেদনকারী ওই স্বেচ্ছাসেবী সংগঠন দাবি করেছে, নারীদের মন্দির বা বিগ্রহের কাজে উত্সর্গ করার প্রাচীন প্রথা এখনো কর্ণাটক রাজ্যে চালু রয়েছে। এই প্রথা বন্ধ করার জন্য তারা সর্বোচ্চ আদালতে আবেদন করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।