আমাদের কথা খুঁজে নিন

   

জাহানারা ইমামকে কটূক্তি, পাপিয়ার মাইক বন্ধ

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারি পাইকারি বেবসায়ি , ধর্ম বেবসায়ি সবাইকে বর্জন করুন , নিজে বাঁচুন দেশটাকে বাঁচান শহীদ জননী জাহানারা ইমামকে কটূক্তি করায় বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার মাইক বন্ধ করে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার সকালে জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের সাধারণ বাজেটে মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনার সময় এ ঘটনা ঘটে। আইন ও বিচার বিভাগের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাব উত্থাপনের সময় পাপিয়া বলেন, ‘পাকিস্তানের “অনুগত” কর্মচারী জাহানারা ইমামকে দিয়ে ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠন করা হয়েছিল। তিনি “আয়না” অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন। ’ এ সময় সরকারি দলের সদস্যরা প্রতিবাদ জানান।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন। পাপিয়ার বক্তব্যের মধ্যে স্পিকার শিরীন শারমিন মাইক বন্ধ করে দেন। পরে পাপিয়া যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের সমালোচনা করলে দ্বিতীয় দফায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। স্পিকার বলেন, ‘আপনি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করুন। প্রাসঙ্গিক কথা বলুন।

’ বিএনপির আরেক সাংসদ রেহানা আক্তার বলেন, ‘অ্যাটর্নি জেনারেল হাইকোর্টে “মাস্তানি” করছেন। তিনি রায় লিখে দিচ্ছেন। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.