1978 সালের 11 জুলাই প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে অসুস্থ মাকে দেখার অজুহাতে পাকিস্তানী পাসপোর্ট নিয়েই এদেশে ঢোকে গোলাম আযম। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধে নাগরিকত্ব বাতিল করেছিলেন এই রাজাকার শিরোমনির। এরপর তার ভিসার মেয়াদ আর ফুরোয় না! উলটো 29 ডিসেম্বর '91 তাকে আমির নির্বাচিত করে জামাতে ইসলামী। অথচ গো আযম তখনো কাগজে কলমে পাকিস্তানী নাগরিক!
1992 সালের 1 জানুয়ারী শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 101 সদস্য বিশিষ্ট ঘাতক দালাল নিমর্ূল কমিটি গঠিত হয়।ঘোষিত হয় 21তম স্বাধীনতা দিবসে গন আদালতে ঘাতক-দালালদের বিচারের। এরপর খালেদা সরকার চাতুরী করে গোলাম আযমকে জেলে পাঠায় মার্চ। অন্যদিকে হুমকি ও হয়রানী শুরু হয় জাহানারা ইমাম ও তার 24 জন নিবেদিত প্রা ণ সহযোগীর বিরুদ্ধে।
একসময় তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং সেই অভিযোগ নিয়েই ক্যানসারে 1994 সালের 26 জুন মারা যান মুক্তিযুদ্ধের গর্ব শহীদ রুমির মা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।