প্রবাস জীবনেও দেশের মাটি আর মানুষের খোজে থাকি। কিন্তু যখন চারপাশে তাকাই তখন শুধু দেখি ধূসর মরুভূমি আর উত্তপ্ত বালুপথ । ব্যাপারটা খুবই সিরিয়াস। হেফাজত ইসলামিরে আমি জামাতের কাতারে ফালাতে চাই না। যদিও হেফাজত ইসলামির কর্মকান্ড অনেক সন্দেহজনক তারপরও না।
কারন এভাবে ভাবতে গেলে সারা বাংলাদেশের মোল্লারাই জামাত হয়ইা যায়। এটার পরিনাম যে কি ভয়াভহ তা একটু চিন্তা করলেই বুঝবেন। দেশটা আফগানিস্তান হইতে সময় লাগব না। তাই ওদের লং-মার্চ সমর্থন না করলেও একটু চালাকির সাথে ব্যাপারটা ডিল না করলে বহুৎ সমস্য আছে। আর হেফাজত ইসলামি তো বলতেছেই যে ওরা জামাতকে সাপোর্ট করে না।
তাই ওদের জোড় কইরা জামাত বানানোর দরকার নাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।