আন্তর্জাতিক নারী দিবসে স্ত্রীকে ১০ লাখ লাল গোলাপ পাঠিয়েছেন কাজাখস্তানের এক ব্যক্তি। সোভিয়েত শাসনামলের অত্যন্ত রোমান্টিক একটি গানের কথা অনুসরণ করে প্রিয়তমা স্ত্রীর মান ভাঙাতে এই উপহার হিসেবে তিনি তাঁকে ১০ লাখ গোলাপ পাঠিয়েছেন। এতে অবশ্য স্ত্রীর মান ভেঙেছে কি না, তা আর জানা যায়নি। সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সপ্রেস কে.কেজেড জানায়, ওই ব্যক্তি কাজাখস্তানের কাজিলোর্দা শহরের এক ফুল ব্যবসায়ীকে আন্তর্জাতিক নারী দিবসে তাঁর স্ত্রীর কাছে ১০ লাখ গোলাপ পাঠানোর নির্দেশ দেন। তাও যে-সে গোলাপ হলে হবে না, এগুলো হতে হবে হল্যান্ডের বিখ্যাত লাল গোলাপ। ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ওই দম্পতির মাঝে কিছুদিন ধরে মান-অভিমান চলছিল। কাজাখস্তানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রতিটি গোলাপ বিক্রি হয়েছে তিন থেকে ১৩ ডলারে। সে হিসাবে ১০ লাখ গোলাপের পেছনে ওই ব্যক্তির ব্যয় হয়েছে ৩০ লাখ থেকে এক কোটি ৩০ লাখ ডলার। আফনার উনার আভিমান রে টা টা জানাইতে..আফনারে কি কি কুরবানি দিতে হয়.... কপি পেষ্ট...পুষ্ট..View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।