আমরা আমাদের প্রবাসী জীবনের কথা বলতে চাই........
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার স্টেটের বিদা গ্রামের অধিবাসী মোহাম্মদ বেলেস্না আবুবকরের স্ত্রীর সংখ্যা ৮৬! তার ছেলেমেয়ের সংখ্যা ১৭০৷ এতোগুলো স্ত্রী ও সনত্মানের ভরণপোষণ একমাত্র আলস্নাহর দয়াতেই সম্ভব হচ্ছে বলে উলেস্নখ করেন আবুবকর (৮৪)৷ রোগ নিরাময়ের ৰমতার কারণেই এতোগুলো নারী তার স্ত্রী হয়েছেন বলে দাবি এ সাবেক শিৰকের৷ তার বেশির ভাগ স্ত্রীর বয়স ২৫-এর কম এবং কারো কারো বয়স তার সনত্মানের চেয়েও কম! ইসলাম ধর্ম ৪টির বেশি স্ত্রী একসঙ্গে রাখার অনুমতি দেয় না প্রসঙ্গে আবুবকর বলেন, ৪-এর বেশি স্ত্রী রাখলে শাসত্মি দেয়া হবে কি না কোরআনে তার উলেস্নখ নেই এবং প্রভুর নির্দেশেই তিনি এতোগুলো বিয়ে করেছেন! তবে তাকে অনুসরণ করা থেকে অন্যদের বিরত থাকার আহ্বান জানান তিনি৷ দেশটির মুসলিম আলেমরা বলেন, আবুবকর প্রকৃত মুসলমান নন, তিনি ভিন্ন সম্প্রদায়ের৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।